
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেকনো’র ঈদ অফার
টেকনো’র ঈদ অফার
ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে বিশেষ ঈদ অফার। এই অফারে টেকনো’র বেশ কিছু স্মার্টফোন বিশেষ হ্রাসকৃত মূল্যে পাওয়া যাবে। এছাড়া, ফোন কিনলেই থাকছে উপহার।
টেকনো’র ক্যামন এবং স্পার্ক সিরিজ ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে সুনাম অর্জন করেছে। বিশেষ করে, ক্যামন ৩০ (১২ জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলো বেশ জনপ্রিয়। টেকনো’র সাথে ‘ঈদের খুশি জমবে বেশি’ ট্যাগলাইনে এই ফোনগুলোর যেকোনো একটি ক্রয় করলেই পাওয়া যাবে উপহার। উপহারের মধ্যে থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। উল্লেখ্য, একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।
এ অফারে অংশগ্রহণ করতে, পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এরপর, TECNO<space>IMEI1<space>RetailCode লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সাথে সাথেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে অবহিত করা হবে। বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন।