শনিবার ● ৪ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাবমেরিন ক্যাবলের রিপিটার পরিবর্তনের কারণে মেরামতের কাজ ধীর হচ্ছে
সাবমেরিন ক্যাবলের রিপিটার পরিবর্তনের কারণে মেরামতের কাজ ধীর হচ্ছে
আগামী বৃহস্পতিবারের মধ্যে সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাবলের বিভিন্ন স্থানে আরও রিপিটার পরিবর্তনের কারণে মেরামতে সময় বেশি লাগছে। এর আগে প্রতিষ্ঠানটি ২ আগস্ট ক্যাবল মেরামত সম্পন্ন হওয়ার কথা বলেছিল। এদিকে মেরামত কাজ শেষ না হওয়ায় এখনো স্বাভাবিক গতি ফিরে পায়নি দেশের ইন্টারনেট ব্যবস্থা।
দেশের একমাত্র সাবমেরিন ক্যাবল সংযোগ সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) পূর্ব অংশ গত ৬ জুন বিচ্ছিন্ন হয়। সিঙ্গাপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে সাবমেরিন ক্যাবলের এ সংযোগে সমস্যা দেখা দেয়। ফলে বর্তমানে ক্যাবলের মাধ্যমে শুধু ইউরোপ প্রান্ত দিয়ে ডাটা আদান-প্রদান চলছে। এতে ধীর হয়ে পড়ে দেশে ইন্টারনেট সংযোগের গতি। ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে ১০ জুন থেকে বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ১০ গিগাবাইট পার সেকেন্ড (জিবিপিএস) ব্যান্ডউইডথ কেনার ব্যবস্থা করে বিএসসিসিএল। এতে অনেকটাই স্বাভাবিক হয়ে আসে ইন্টারনেটের গতি। তার পরও বর্তমানে প্রায় ৮ জিবিপিএস ব্যান্ডউইডথের ঘাটতি রয়েছে।
এ ছাড়া একমাত্র সাবমেরিন ক্যাবল সংযোগ হওয়ার কারণে এটি বিছিন্ন হলে সমস্যায় পড়ে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। রিপিটার পরিবর্তনের জন্য গত ১৮ জুলাই এবং ২ আগস্ট রাতে সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রায় ৩ ঘণ্টা বিছিন্ন ছিল। বিএসসিসিএলের অনুরোধে গভীর রাতে মেরামত কাজ করায় প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যবহারকারীদের সমস্যা কিছুটা কম অনুভূত হয়। তবে রাতে আউটসোর্সিং করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়।
এ প্রসঙ্গে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন গতরাতে বলেন, সিঙ্গাপুর থেকে এ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। রিপিটার পরিবর্তনের জন্য ক্যাবলের পাওয়ার বন্ধ রাখতে হয়। ফলে দেশের ইন্টারনেট সংযোগও সেসময় বন্ধ থাকে। তবে ক্যাবল কাটা পড়ার পর পরই ইতালির পালেরমো থেকে অতিরিক্ত ব্যান্ডউইডথ সরবরাহ করা হচ্ছে। এতে করে ইন্টারনেটের ধীরগতির সমস্যা কিছুটা কম অনুভূত হয়েছে। তিনি বলেন, এবার ক্যাবল মেরামতের পাশাপাশি বেশ কয়েকটি রিপিটার পরিবর্তন করা হচ্ছে। এ জন্য সময় বেশি লাগছে। ৯ আগস্টের মধ্যে এ মেরামত কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হতে এরই মধ্যে বিএসসিসিএলকে দায়িত্ব দেয়া হয়েছে। সি-মি-উই ফাইভ নামের এ ক্যাবল কনসোর্টিয়ামের মাধ্যমে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হবে। ফলে দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।-SBB