সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১৮, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো
৭৮ বার পঠিত
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করলো বাক্কো

------বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) গত ১৫ মার্চ ঢাকার সাভারের বিরুলিয়া সংলগ্ন ‘জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকা মাদ্রাসায়’ সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে।

ইফতার মাহফিলে বাক্কোর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মাহফিলের শুরুতে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম তাঁর বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

ইফতার পূর্ব মুহূর্তে বাক্কো প্রতিনিধিগণ এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিকভাবে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ এ আয়োজনের জন্য বাক্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের আহ্বান জানান।



আর্কাইভ