
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সার্ভিসিং২৪ অর্জন করলো আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন
সার্ভিসিং২৪ অর্জন করলো আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন
বাংলাদেশের শীর্ষস্থানীয় তৃতীয় পক্ষের রক্ষণাবেক্ষণ (টিপিএম) এবং আইটি সার্ভিস ম্যানেজমেন্ট সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান সার্ভিসিং২৪ (www.servicing24.com) আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন অর্জন করেছে। এই সার্টিফিকেশন প্রতিষ্ঠানের আইটি পরিষেবা প্রদান, দক্ষতা এবং নির্ভরযোগ্যতার প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে।
সার্ভিসিং২৪ এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ নাসির ফিরোজ এবং সিওও মোঃ আশিকুর রহমান প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, কাওরান বাজার, ঢাকাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেটটি গ্রহন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইও মোঃ নাসির ফিরোজ এ বিষয়ে বলেন, আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন অর্জন করা আমাদের জন্য একটি বিশাল মাইলফলক। এটি প্রমাণ করে যে আমরা বিশ্বমানের আইটি পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই সার্টিফিকেশন আমাদের বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করবে এবং সর্বোচ্চ মান বজায় রাখতে সাহায্য করবে।
উল্লেখ্য, আইএসও ২০০০০:২০১৮ সার্টিফিকেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদন্ড, যা নিশ্চিত করে একটি প্রতিষ্ঠান সেবা প্রদানে সর্বোত্তম অনুশীলন গ্রহণ করছে, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করছে এবং পরিচালন দক্ষতা উন্নত করছে।