রবিবার ● ২৪ জুলাই ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রগতি সিস্টেমের মধ্যে মোবাইল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রগতি সিস্টেমের মধ্যে মোবাইল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও প্রগতি সিস্টেম লিঃ এর মধ্যে গত ১৪-০৭-২০১১ ইং তারিখে মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সার্ভিস প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন নিশ্চয়তা সহ টাকা জমা রাখা, এবং একজায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো, বেতন রেমিন্টেস এবং সরকারী ভাতা, বিল দেওয়া মোবাইল ফোনের ফ্ল্যাক্সি কেনা বা ট্রেনে ও বাসের টিকিট কেনাসহ নানাবিধ সেবা পেতে পারেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল কুদ্দুস এবং প্রগতি সিস্টেমস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ শাহাদাত খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাম এ এ এম জাকারিয়া,
হেড অব আইটি জনাব তাহের আহমেদ চৌধুরী ও প্রগতি সিস্টেমের পরিচালক জনাব মোঃ ফয়েজউল্যাহ খান, বিজনেস ডেভোলপমেন্টের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আবু তালেব এবং বিজনেস ডেভোলপমেন্টের কনসালটেন্ট পারভীন সহ উভয় প্রতিষ্ঠানের উদ্ধর্তন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।