
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আবারও বাজারে আসছে নকিয়া ৩২১০ ফোন
আবারও বাজারে আসছে নকিয়া ৩২১০ ফোন
প্রায় ২৫ বছর আগের কথা। সে সময় চমক নিয়ে হাজির হলো নকিয়া ৩২১০ মডেলের ফোন। ১৯৯৯ সালের ১৮ মার্চ বাজারে আসা এই ফোনটি সেই সময়ের নতুন প্রজন্মের কাছে ক্রেজে পরিণত হয়। গোটাবিশে^ ব্যাপক জনপ্রিয়তা পায় এই মডেলটি এবং এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নকিয়া ৩২১০ মডেলের ফোনটি। এখন পর্যন্ত ১৬ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে এই মডেলটি।
আইকন হয়েও ওঠা এই ফোনটিতে এবার দেওয়া হয়েছে নতুন রূপ। আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার। এর দাম ৬,৫০০ টাকা।
ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাক- এই তিনটি কালারে ফোনটি বাজারে এসেছে। এই ফোনে কিউভিজিএ রেজ্যুলেশনের ২.৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯.৮ ঘণ্টা পর্যন্ত। ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র্যাম আছে এই ফোনে। এছাড়া আছে এফএম রেডিও, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লু-টুথ ৫.০ আর ইউএসবি টাইপ-সি পোর্ট।
ফোনটির সাথে রয়েছে গ্রামীণফোনের বান্ডল প্যাকেজ অফার। ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক। ফোনটির ট্যাগ লাইন ‘বাটন সেটে এমবি চালান’। ফোনটিতে গ্রামীণফোনের নতুন সিম চালু করা হলে গ্রাহক পাবেন ৭ দিন মেয়াদের ১ জিবি ফ্রি ডেটা (ইন্টারনেট)। পরে প্রতিদিন ২৪ টাকা রিচার্জ করলে গ্রাহক ৭ দিন মেয়াদের জন্য ২ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। প্রতিদিন ২৪ টাকা রিচার্জে গ্রামীণফোনের গ্রাহকরা পরবর্তী ৬ মাস এই ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি পেতে ডায়াল করুন *১২১*১২৬০#।