
মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে আসছে ডিএক্স গ্রুপ
দেশের বাজারে হুন্দাই ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে আসছে ডিএক্স গ্রুপ
দক্ষিণ কোরিয়ার শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান হুন্দাই, বাংলাদেশের ডিএক্স গ্রুপের মাধ্যমে দেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্স এবং হোয়াইট গুডস মার্কেটে প্রবেশ করছে। এ উপলক্ষে সম্প্রতি ডিএক্স গ্রুপ ও জিবিইএস এশিয়া লিমিটেড, হংকং এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উল্লেখ্য, জিবিইএস এশিয়া লিমিটেড হুন্দাই ব্র্যান্ডের কনজ্যুমার ইলেক্ট্রনিক্স পণ্য এবং হোম ও কিচেন সামগ্রীর জন্য বাংলাদেশের অফিসিয়াল লাইসেন্সি।
জিবিইএস এশিয়া লিমিটেডের গ্রুপ এমডি সুনীল বাত্রা এবং ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ পার্টনারশিপ সম্পর্কে সুনীল বাত্রা বলেন, আমরা এই বাজারে ১০ বছর ধরে কাজ করছি। আমরা বাজারের সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং বিশ্বাস করি, ডিএক্স গ্রুপের মতো একটি পরীক্ষিত পার্টনার আমাদের বাজার অবস্থানকে আগামী বছরগুলোতে শক্তিশালী করবে।
ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, আমাদের পাশে হুন্দাইয়ের মতো ব্র্যান্ডকে পেয়ে আমরা গর্বিত। গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
হুন্দাইয়ের পণ্যগুলো দেশের সব প্রধান ইলেকট্রনিক্স আউটলেট, চেইন স্টোর ও অনলাইন শপে পাওয়া যাবে।