মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
সম্প্রতি উন্মোচিত হওয়া অনার এক্স৫বি সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন গ্রামীণফোন গ্রাহকরা। ৫ ফেব্রুয়ারি অনার এক্স৫বি প্লাসের নতুন সংস্করণ দেশের বাজারে উন্মোচন করা হবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ। তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে- মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্ট্যারি পার্পল। অনার এক্স৫বি প্লাসের আগের সংস্করণটি ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। ১০-১২ হাজার টাকার মধ্যে ফোন দুটি কিনতে পারবেন গ্রাহকরা।
এ স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে গ্রামীণফোন গ্রাহকরা ছয় মাসের বিশেষ অফার উপভোগ করতে পারবেন। প্রথম সাতদিনের জন্য তারা বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট পাবেন। এছাড়াও, তাদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ উপভোগের সুযোগ। গ্রামীণফোন গ্রাহকরা ৯৯ টাকায় ৭ দিনের মেয়াদে ১০ জিবি ইন্টারনেট এবং ২৯৮ টাকায় ৭ দিনের মেয়াদে ৪০ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
আগের সংস্করণের মতো অনার এক্স৫বি-তে ব্যবহার করা হয়েছে ৫,২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসরের ডিভাইসটিতে থাকছে ১২৮ জিবির বেশি ইন্টারনাল স্টোরেজ, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
এছাড়াও, ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, এআই প্রযুক্তি সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।