সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড পাজল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের চারজন শিক্ষার্থী অংশ নেয়। গত ১৯ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে শুরু হয় এই ভার্চুয়াল প্রতিযোগিতা। বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে সহজপাঠ স্কুলের সুস্মিত হোসেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মোঃ আজিম হোসেন সাকিব, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আহমাদ আইদীন আফনান এবং এসওএস হারম্যান মেইনার কলেজের আয়াজ তাজিদ তিহাম। বাংলাদেশ কেন্দ্রের ভেন্যু ছিল ঢাকার বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক কার্যালয়।
দলের সদস্য এসওএস হারম্যান মেইনার কলেজের আয়াজ তাজিদ তিহাম বলেন, আমি খুবই আনন্দিত। অনেক কঠিন কঠিন সুডোকু মেলাতে হয়েছে। অনেক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছি। তবে আরো বেশি প্রশিক্ষণ এবং সুযোগ পেলে আমরা আরো ভালো করবো ভবিষ্যতে।
বাংলাদেশ পর্বের আহ্বায়ক নাসির খান বলেন, এবারই প্রথম বাংলাদেশ এশিয়া পর্যায়ে অংশ নিয়েছে। আমাদের শিক্ষার্থীরা নতুন নতুন চ্যালেঞ্জকে জয় করার কৌশল অর্জন করছে। মূল প্রতিযোগিতার মোট সাত রাউন্ডে এশিয়ার অন্যসব দেশের সঙ্গে নিজেদের দক্ষতাকে ভালোভাবে প্রদর্শন করেছে আমাদের দল। এর আগে বাংলাদেশ পর্বের কোয়ালিফায়ার্স রাউন্ডে অংশগ্রহণকারীদের সুডোকু মেলানোর দক্ষতা, গতি ও নির্ভুলতা বিচার করে এই চারজনের বাংলাদেশ দল গঠন করা হয়।