রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে টেকনো। ২০২৪-২৫ সালের জন্য সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে টানা তৃতীয়বার এই সম্মানে ভূষিত হলো টেকনো। এছাড়াও PHANTOM V Fold2 5G এবং Pocket Go AR Handheld Gaming Device-এর জন্য দুটি ইনোভেশন পুরস্কার পেয়েছে টেকনো।
কাস্টমার অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতি বছর সিইএস অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। এই পুরস্কারকে বিশ্ববাজারে কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পের ‘অস্কার’ বলা হয়।
এবার ‘এআই-পাওয়ার্ড ফোল্ডেবল ফোন ইনোভেশন অ্যাওয়ার্ড’ জিতেছে টেকনোর PHANTOM V Fold2 5G। স্লিক ডিজাইন এবং শক্তিশালী এআই ক্ষমতাসম্পন্ন মডেলটি অসাধারণ এক ইনোভেশন। এর আল্ট্রা-থিন ডিজাইন, ৭.৮৫ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে এবং ৬.৪২ ইঞ্চির কার্ভড অ্যামোলেড আউটার স্ক্রিন গ্রাহকদের অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দিবে। এছাড়াও এই ফোনে রয়েছে টেকনোর নিজস্ব এলা এআই অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবে রিয়েল-টাইম ট্রান্সলেশন, ইন্টেলিজেন্ট রাইটিং সহ অনেক প্রোডাকটিভিটি টুলস।
এছাড়া টেকনোর Pocket Go পোর্টেবল গেমিংয়ে যুক্ত করেছে নতুন মাত্রা। ডিভাইসটি ‘আল্ট্রা-পোর্টেবল এআর পিসি গেমিং ইনোভেশন ডিজাইন অ্যাওয়ার্ড’ জিতেছে, যা অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং হ্যান্ডহেল্ড গেমিংয়ের সমন্বয়ে একীভূত। এই ডিভাইসটির মাধ্যমে গেমিং ইনোভেশন ও এআর প্রযুক্তিকে একত্রিত করে টেকনো একটি বহুমুখী ও সহজে বহনযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দিচ্ছে।