রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার ও জাইকা’র মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার ও জাইকা’র মধ্যে চুক্তি স্বাক্ষর
‘প্রজেক্ট ফর এনহান্সিং কোস্টাল রেসিলিয়েন্স থ্রুু টেকনোলজি-বেইজড ফরেস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি); পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (এমওইএফসিসি) ও বাংলাদেশ বন অধিদপ্তরের (বিএফডি) সাথে রেকর্ড অব ডিসকাশন (আর/ডি) স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
কারিগরি সহযোগিতামূলক এ চুক্তির অধীনে, জাইকা বিএফডি-কে দেশের উপকূলীয় অঞ্চলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামগ্রিকভাবে বন ব্যবস্থাপনা বাস্তবায়নে সহায়তা করবে। প্রকল্পটি চার বছরব্যাপী (মে ২০২৫ - এপ্রিল ২০২৯) চলবে এবং প্রকল্পের প্রয়োজনীয় ক্ষেত্রে জাপানি বিশেষজ্ঞরা প্রধান কার্যালয় ও মাঠ পর্যায় হতে বিএফডি’র সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কাজ করবেন। সম্প্রতি ইআরডি সম্মেলন কক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি; ইআরডি’র অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন; বিএফডি’র প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী; এবং এমওইএফসিসি’র যুগ্মসচিব ফাতিমা তুজ জোহরা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ প্রকল্পের লক্ষ্য বন ব্যবস্থাপনায় প্রযুক্তিভিত্তিক পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বিএফডি’র বনভূমির ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধি করা। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ (আইপিসিসি) অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহের একটি এবং এসব এলাকা ঘূর্ণিঝড় ও ঝড়ো জলোচ্ছ্বাসের কারণে প্রায়শই ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে, উপকূলীয় অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় বনভূমি, বিশেষত ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ ঝুঁকি প্রতিরোধে, বিএফডি উপকূলীয় বনায়ন সম্প্রসারণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পটি এসব উদ্যোগের ভিত্তিতে অত্যাধুনিক বন পরিকল্পনা ও পর্যবেক্ষণ পদ্ধতি শনাক্তকরণ ও গ্রহণের মাধ্যমে কার্যকর পদ্ধতিতে উপকূলীয় অঞ্চলে বন সম্প্রসারণ নিশ্চিত করবে, যা জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি বলেন, এ কারিগরি সহযোগিতা প্রকল্প বনাঞ্চল খাতে বাংলাদেশের সাথে জাইকার সহযোগিতামূলক প্রকল্প হিসেবে প্রথম উদ্যোগ, যা দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় কমিউনিটির জীবিকার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।