শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। গত ২৬ ডিসেম্বর ১৬তম বেস্ট অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। এনসার্চ লিমিটেডের অংশীদারত্বে এ আয়োজনের সহযোগী ছিল দ্য ডেইলি স্টার।
পুরস্কার সম্পর্কে অনুভূতি প্রকাশ করে, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই পুরস্কার অর্জন করতে পেরে আমরা গর্বিত। পণ্য ও সেবাগ্রহণের ক্ষেত্রে ফ্যানদের ভালোবাসাই শাওমিকে আজ এ জায়গায় নিয়ে এসেছে। শাওমি এমন একটি ব্র্যান্ড যারা পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে গ্রাহকদের নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এই পুরস্কার আমরা আমাদের শাওমি ফ্যান ও পার্টনারদের উৎসর্গ করছি, যারা আমাদের যাত্রায় সবসময় পাশে ছিল।”
বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে, এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এই জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়। সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১০ হাজার জনের সাক্ষাৎকার নেওয়া হয় এতে। জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের (ব্র্যান্ড সেলিয়েন্স, প্রেফারেন্স, রেকমেন্ডেশন ও ইনোভেশন) মতো বিষয়গুলো বিবেচনা করা হয়।
২০০৮ সাল থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। দেড় দশকের অধিক সময়ের ধারাবাহিকতায় আয়োজনটি হয়ে উঠেছে দেশের শীর্ষ ব্র্যান্ডিং সম্মাননা।