মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪ অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি-মার্ক সল্যুশন এবং জেডকেটেকো এর আয়োজনে সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় টুওয়ার্ডস এআই শীর্ষক জেডকেটেকো পার্টনারমিট ২০২৪।
অনুষ্ঠানে জেডকেটেকো’র কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাক্সেস কন্ট্রোল ও টাইম অ্যাটেনডেন্স সল্যুশন প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি-মার্ক সল্যুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহারিয়ার আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিজিমার্কের পরিচালক ওমর ফারুক রব, জেটকেটেকো বাংলাদেশের ম্যানেজার ডুরেন্ট প্যান, ডিজিমার্কের মহাব্যবস্থাপক শেখ মনজুর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজার রাসেল রানা।
শাহারিয়ার আলম অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রযুক্তিখাতে যুগান্তকারী পরিবর্তন আনতে জেডকেটেকো’র সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। প্রতিষ্ঠানটির সাথে ডিজি-মার্ক সল্যুশনের অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও আধুনিক, উদ্ভাবনী এবং কার্যকর সমাধান সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এআই-বেইসড অ্যাটেনডেন্স সিস্টেম, এক্সেস কন্ট্রোল সিস্টেমস সল্যুশন, জেডকেটেকো সেন্সফেস ৩এ, জেডকেটেকো সেন্সফেস ৭এ ইত্যাদি ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা ও প্রদর্শন করা হয়।