বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্কুল অব বায়োইনফরমেটিক্স ক্যাম্পের নিবন্ধন চলছে
স্কুল অব বায়োইনফরমেটিক্স ক্যাম্পের নিবন্ধন চলছে
বায়োইনফরমেটিক্স এবং জেনোমিক্সের বিস্ময়কর দুনিয়া সম্পর্কে স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে আগামী ১৩-২৮ ডিসেম্বর ঢাকার ধানমন্ডিতে মাকসুদুল আলম বিজ্ঞানাগারে আয়োজিত হতে যাচ্ছে ‘স্কুল অব বায়োইনফরমেটিক্স’। ৭ দিনব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পাবে ডিএনএ, জিন এবং বায়োইনফরমেটিক্স টুল ব্যবহারের নানা দিক। থাকবে ডিএনএ সিকোয়েন্সিং, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এবং জেনেটিক ডেটা বিশ্লেষণের ক্লাস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক এবং বিজ্ঞানীরা। প্রতিদিন ২টি করে মোট ১৪টি সেশন হবে, যেখানে অংশগ্রহণকারীরা ডিএনএ ও জিন কীভাবে আমাদের তৈরি করে, কীভাবে ডিএনএতে থাকা তথ্য ব্যবহার করে জেনেটিক রোগ চিহ্নিত করা হয় এবং জেনেটিক ডেটার ভিত্তিতে ব্যক্তিগত চিকিৎসার নতুন সম্ভাবনার বিষয়ে জানবে।
ক্যাম্পে অংশ নিতে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন লিংক: https://maslab.org/school-of-bioinformatics। সেখান থেকে জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এবং সিনিয়র (৯ম-১১শ শ্রেণি) দুই ক্যাটাগরিতে সর্বোচ্চ ২৫জন করে শিক্ষার্থী বাছাই করা হবে। প্রাথমিকভাবে বাছাইকৃতদের নিশ্চিত করণ ফি ৩০০ টাকা প্রদান করে আসন নিশ্চিত করতে হবে। ক্যাম্প শেষে শিক্ষার্থীরা নিজেরা তৈরি করবে প্রজেক্ট এবং জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তা উপস্থাপন করবে।
‘স্কুল অব বায়োইনফরমেটিক্স’ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জেএনওবিবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। এছাড়াও সহযোগিতায় আছে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগ, প্ল্যান্ট বায়োটেকনোলজি ল্যাব, সেন্টার ফর বায়োইনফরমেটিক্স লার্নিং অ্যাডভান্সমেন্ট এন্ড সিস্টেমেটিক ট্রেনিং এবং কাইরাল বাংলাদেশ।