মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফ্যাশন ও স্থায়িত্বে জেন-জি দের পছন্দ ইনফিনিক্স হট ৫০সিরিজ
ফ্যাশন ও স্থায়িত্বে জেন-জি দের পছন্দ ইনফিনিক্স হট ৫০সিরিজ
সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স হট ৫০ সিরিজ জেন-জি দের মন জয় করতে স্টাইল, সৃজনশীলতা এবং বিনোদনের উপর জোর দিচ্ছে।
সিরিজের ফ্ল্যাগশিপ মডেল ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস ডিজাইন ও হাই পারফরম্যান্সের একটি দারুণ কম্বিনেশন। এর ফেদার লাইট উইং ডিজাইন এবং পাতলা থ্রিডি কার্ভড স্ক্রিন এটিকে একটি উচ্চমানের ফ্যাশন অনুষঙ্গে পরিণত করেছে। ড্রিমি পার্পল, টাইটানিয়াম গ্রে এবং স্লিক ব্ল্যাক এই তিনটি কালারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। টাইটান উইং আর্কিটেকচার ফোনটিকে হালকা এবং মজবুত করেছে। এটি কর্নিং গরিলা গ্লাস দিয়ে তৈরি স্ক্রিন স্ক্র্যাচ-প্রতিরোধী এবং শক-প্রুফ।
ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড়, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচারসহ এআইচালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে। এআই ভয়েস ক্যাপচার ব্যবহারকারীদের কণ্ঠস্বর দিয়ে টাচ ছাড়াই ছবি তোলার সুবিধা দেয়, যা তাৎক্ষণিক মুহূর্তগুলো সহজে ধরে রাখতে সহায়তা করে।
বাইপাস চার্জিং ও ওভারনাইট চার্জিং প্রোটেকশনের মতো ফিচার ব্যবহারকারীদের কাছে ব্র্যান্ডটির নির্ভরযোগ্যতা বৃদ্ধি করেছে। হট ৫০ প্রো প্লাস এর সাফল্য হট ৫০ সিরিজের বাকি মডেলগুলোর প্রতিও আগ্রহ বাড়িয়েছে। ফোনগুলোর মধ্যে রয়েছে মধ্যে হট ৫০ আই, হট ৫০ ও হট ৫০ প্রো।
হট ৫০ প্রো প্লাস এর দাম ২৩,৯৯৯ টাকা, অন্যদিকে হট ৫০ আই, হট ৫০ এবং হট ৫০ প্রো বাজারে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা, ১৬,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে।