বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসি’র নতুন কমিশনার ইকবাল আহমেদ
বিটিআরসি’র নতুন কমিশনার ইকবাল আহমেদ
প্রকৌশলী ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ। গত ২২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে তিন বছর মেয়াদে প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক যোগদানের তারিখ থেকে পরিত্যাগ করতে হবে। এছাড়া, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ সর্বশেষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।