বুধবার ● ২৫ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিটি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পাচ্ছেন ইয়াফেস ওসমান
আইসিটি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পাচ্ছেন ইয়াফেস ওসমান
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের এক দিন পর তাকে এ দায়িত্ব দেয়া হচ্ছে। খবর ইউএনবির।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর ১০ মাসের টানাপড়েনশেষে গত সোমবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন আবুল হোসেন। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্বব্যাংকের শর্ত পূরণ করার জন্যই আবুল হোসেনকে সরে যেতে হয়েছে।
২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা সরকার গঠন করলে তাতে সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী এবং ইয়াফেস ওসমানকে বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।
এরপর ২০১১ সালে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপড়েন শুরুর পর ডিসেম্বরে মন্ত্রিসভায় রদবদল আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল হোসেনকে যোগাযোগ থেকে সরিয়ে নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইয়াফেস ওসমান থাকেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এ সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সংস্থাটির যুক্তি ছিল, দুর্নীতির অভিযোগ ওঠার পর দায়িত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিতদের মধ্যে যাদের নাম এসেছে, তদন্তের পুরো সময় তাদের ছুটিতে পাঠাতে বলা হলেও সরকার তা মানেনি।