সর্বশেষ সংবাদ
ঢাকা, অক্টোবর ৬, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেষ হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেষ হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব
৩২ বার পঠিত
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব

---বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় ১১তম বারের মতো অনুষ্ঠিত হলো  নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর বাংলাদেশ পর্ব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ৪ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া ৩৬ঘন্টার এই হ্যাকাথন।

৫ অক্টোবর বিকেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর অডিটোরিয়ামে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মাদ কামাল, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের পরিচালক মীর শাহরুখ ইসলাম ও বিপ্লব ঘোষ রাহুল, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর আহ্বায়ক অভিজিৎ ভৌমিক, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্টিং ইকোনমিক ইউনিট চিফ জেমস গার্ডিনার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর বিজয়ীরা হচ্ছেনঃ ঢাকা: চ্যাম্পিয়ন কোয়ান্টাম ভয়েজার্স, ১ম রানারআপ টিম টাইটান, ২য় রানারআপ টিম হাইড্রো (ভার্চুয়াল); বরিশাল: চ্যাম্পিয়ন টিম ফিনিক্স, ১ম রানারআপ অ্যাকোয়া-অ্যাগ্রো প্রেডিক্টা, ২য় রানারআপ টিম ইয়টাবাইট; চট্টগ্রাম: চ্যাম্পিয়ন আরবান ইউটোপিয়ানস (ভার্চুয়াল), ১ম রানারআপ টিম ব্লুসেন্ট্রি, ২য় রানারআপ টিম রিকারশন; কুমিল্লা: চ্যাম্পিয়ন টিম মাইনাস জিরো (ভার্চুয়াল), ১ম রানারআপ হেলিও আলকেমিস্ট (ভার্চুয়াল), ২য় রানারআপ এক্সোভার্স (ভার্চুয়াল);  খুলনা: চ্যাম্পিয়ন টিম অ্যাটলাস, ১ম রানারআপ টিম নভাফ্লেয়ার, ২য় রানারআপ গ্লোবাল প্রোটেক্টর; ময়মনসিংহ: চ্যাম্পিয়ন ইকো রেঞ্জার্স (ভার্চুয়াল), ১ম রানারআপ মনসুন ফাইভ, ২য় রানারআপ লুনারথ হার্ভেস্টার্স (ভার্চুয়াল);  রংপুর: চ্যাম্পিয়ন টিম ইনোভেটর্স বিডি (ভার্চুয়াল), ১ম রানারআপ টিম নভোচারী, ২য় রানারআপ এগ্রিভিশন; রাজশাহী: চ্যাম্পিয়ন এনভোথ ফাইটার্স (ভার্চুয়াল), ১ম রানারআপ কোডব্ল্যাক (ভার্চুয়াল), ২য় রানারআপ দ্য অর্বভেঞ্জার্স (ভার্চুয়াল); সিলেট: চ্যাম্পিয়ন টিম ওআরসিএ (ভার্চুয়াল), ১ম রানারআপ টিম নভো, ২য় রানারআপ সাস্ট ব্রেইন স্টর্মারস।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশে^র ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশি^ক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।



আর্কাইভ

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ ইসলাম
নগদের মাধ্যমে রেমিট্যান্স আনলে ১০০ টাকা পর্যন্ত বোনাস
খুলনায় শিক্ষকদের জন্য স্টেম প্রশিক্ষণ কর্মশালা
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে বাক্কো
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ইও বাংলাদেশ এর প্রশিক্ষণ কর্মশালা
শেষ হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর বাংলাদেশ পর্ব শুরু
এআই ইনফিনিটি প্ল্যাটফর্ম চালু করেছে ইনফিনিক্স
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৩
মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে খুলনায় স্টেম ফেস্ট অনুষ্ঠিত