মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ৯৮ শতাংশ আমেরিকানই ইন্টারনেটের ওপর আস্থা রাখেন না
৯৮ শতাংশ আমেরিকানই ইন্টারনেটের ওপর আস্থা রাখেন না
এ কথা সত্য যে কোন পণ্য বা সেবা গ্রহণের পূর্বে ইন্টারনেটে বিভিন্ন রিভিউ ঘেঁটে দেখার অভ্যাস পশ্চিমাদেরই সবচেয়ে বেশি। কিন্তু তাই বলে তারা ইন্টারনেটকে যে চোখ বুজে বিশ্বাস করেন সেই ধারণা আবার ভুল হবে। সম্প্রতি প্রকাশিত এক জরিপ বলছে, ৯৮ শতাংশ আমেরিকানই ইন্টারনেটের ওপর আস্থা রাখেন না।
হ্যারিস ইন্টারঅ্যাকটিভ সম্প্রতি ১,৯০০ আমেরিকানের উপর পরিচালিত ওই জরিপে ৯৮ শতাংশ মানুষ ইন্টারনেটে আস্থা রাখেন না বলে জানান এবং ৯৪ শতাংশ বিশ্বাস করেন যে, ইন্টারনেটে প্রাপ্ত তথ্য বিশ্বাস করে কিছু করলে খারাপ কিছু ঘটতে পারে।
তবে ঠিক কেন আমেরিকানরা ইন্টারনেটের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেন না? এর কারণও জানিয়েছে হ্যারিস ইন্টারঅ্যাকটিভ সেসব আমেরিকানদের মতামত থেকেই। জরিপে অংশগ্রহণকারীদের মতে ইন্টারনেটে একশ ভাগ আস্থা না রাখার কারণ হলো : অতিরিক্ত বিজ্ঞাপন (৫৯%), পুরনো তথ্য (৫৬%), নিজের প্রমোশনের জন্য প্রকাশিত তথ্য (৫৩%) এবং অপরিচিত ফোরাম (৪৫%)।
অন্যদিকে যারা খারাপ কিছু ঘটতে পারে বলে বিশ্বাস করেন তাদের অধিকাংশই মনে করেন এতে করে তাদের কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে, তারা টাকা হারাতে পারেন, সময় নষ্ট করতে পারেন ইত্যাদি।