মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » দক্ষিণ কোরিয়ার শতভাগ জনগণই ইন্টারনেট ব্যবহার করে
দক্ষিণ কোরিয়ার শতভাগ জনগণই ইন্টারনেট ব্যবহার করে
সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটসেবা দেয়ার জন্য আগে থেকেই পরিচিত দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দেশটি নতুন এক রেকর্ড গড়েছে। অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) তথ্য অনুযায়ী দেশটির ১০০ শতাংশ জনগণই বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে। খবর দ্য নেক্সট ওয়েবের।
ওইসিডির তথ্য অনুযায়ী, গত বছরের শেষে দেশটির ইন্টারনেট ব্যবহারকারী ছিল ১০০ শতাংশ। ২০১০ সালে এর পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮ শতাংশ।
ওইসিডির সদস্য দেশ ৩৪টি। এর মধ্যে রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ডের মতো দেশ। ওইসিডিভুক্ত দেশগুলোয় জনগণের গড়ে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৫৪ দশমিক ৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট ব্যবহারের পরিমাণ এর প্রায় দ্বিগুণ। এশিয়ার এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপরে রয়েছে সুইডেন (৯৮ শতাংশ), ফিনল্যান্ড (৮৭ দশমিক ৪ শতাংশ) ও জাপান (৮২ দশমিক ৪ শতাংশ)।
সেলফোনের কারণে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের এ বিপুল প্রবৃদ্ধি হয়েছে বলে জানায় ওইসিডি। দেশটির স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৭০ লাখ। অর্থাত্ দেশটির ৫০ শতাংশেরও বেশি লোক স্মার্টফোন ব্যবহার করে। এ বিপুল পরিমাণ স্মার্টফোন ব্যবহারের কারণেই দেশটিতে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেশি।