বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রেফ্রিজারেটর কোটায় দেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড নির্বাচিত ওয়ালটন
রেফ্রিজারেটর কোটায় দেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড নির্বাচিত ওয়ালটন
রেফ্রিজারেটর কোটায় দেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ওয়ালটন। অন্যদিকে টেলিভিশনের ক্ষেত্রে পেয়েছে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্র্যান্ডের স্বীকৃতি। এ ছাড়া সেরা ১০টি দেশীয় ব্র্যান্ডের মধ্যে পঞ্চম হয়েছে ওয়ালটন।
দেশের বিভিন্ন ব্যান্ড নিয়ে সম্প্রতি ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসন বাংলাদেশ এক যৌথ সমীক্ষা চালায়। ১৪ জুলাই সোনারগাঁও হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা ব্র্যান্ডের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এবার ২৮টি ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের পুরস্কার দেয়া হয়। রেফ্রিজারেটর ক্যাটাগরিতে ওয়ালটন শ্রেষ্ঠ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। এ ক্যাটাগরিতে দুটি বিদেশী ব্র্যান্ডকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে সেরা হলো ওয়ালটন। ব্যবহারকারীদের দেয়া মতামত, উন্নত প্রযুক্তি, গুণগতমান, স্থায়িত্ব, ক্রয়ক্ষমতা ও সর্বাধিক সেবা পাওয়ার জন্যই ওয়ালটনের ফ্রিজ ক্রেতাদের পছন্দের শীর্ষে বলে জানান ভোক্তারা। এ ছাড়া ফ্রিজের আউটলুক ও কারিগরি ডিজাইন এবং রঙ গুরুত্বপূর্ণ বলে ক্রেতারা উল্লেখ করেছেন।
অন্যদিকে টেলিভিশন ক্যাটাগরিতে বিক্রির পরিমাণের দিক থেকে সর্বাধিক হলেও একটি বিদেশী ব্র্যান্ডের কাছাকাছি অবস্থান নিয়ে দ্বিতীয় সেরা হয়েছে ওয়ালটন। সমন্বিত ১০টি সেরা দেশীয় ব্র্যান্ডের মধ্যে পঞ্চম হয়েছে ওয়ালটন। আর দেশী-বিদেশী মিলিয়ে সেরা ২০টির মধ্যে ১৮তম অবস্থানে আছে ওয়ালটন।