সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ২০, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে ফিলিপসের ইভনিয়া সিরিজের নতুন গেমিং মনিটর
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে ফিলিপসের ইভনিয়া সিরিজের নতুন গেমিং মনিটর
৭৭ বার পঠিত
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ফিলিপসের ইভনিয়া সিরিজের নতুন গেমিং মনিটর

---প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এলো ফিলিপস ব্র্যান্ডের ইভনিয়া সিরিজের গেমিং মনিটর। মডেলগুলো হল- ইভনিয়া ২৭এম২এন৫৫০০, ইভনিয়া ২৭এমআইএন৩২০০জেডএ, ইভনিয়া ২৪এমআইএন৩২০০জেডএ। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উন্মোচিত হয়েছে ক্রিয়েটর সিরিজ ২৭ই২এফ৭৯০১ মডেলটি।

ইভনিয়া ২৭এম২এন৫৫০০: মনিটরটি দিচ্ছে ২৭ ইঞ্চি ফাস্ট আইপিএস টেকনোলোজির প্যানেল। মনিটিরটিতে আছে ২৫৬০*১৪৪০ বা ২কে কিউএইচডি ডিসপ্লে, ১৮০ হার্জ রিফ্রেশ রেট, ০.৫ মিলি সেকেন্ড এমপিআরটি, ১ এমএস জিটুজি ফাস্ট রেসপন্স টাইম এবং এডাপ্টিভ সিংক টেকনোলজি সুবিধা। এছাড়াও এতে রয়েছে ৩৫০ নিটস এর ব্রাইটনেস, এইচডিআর-৪০০ সার্টিফিকেশন, স্মার্ট কনট্রাস্ট যা ছবিকে করবে আরও বেশি ঝকঝকে ও প্রানবন্ত। মনিটরটিতে কালার গেমুট ডিসিআইপি-৩ ৯৩.৫%, এসআরজিবি ১২৫%, এনটিএসসি ১০৮%, অ্যাডোব আরজিবি ১০৬% এবং আই কেয়ার মুড, স্মার্ট এরগো স্ট্যান্ড, স্মার্ট গেম মুড ফিচার রয়েছে। এতে ইনপুট পোর্ট হিসাবে রয়েছে এইচডিএমআই ২.০*২ এবং ডিসপ্লে পোর্ট ২.২*১.

ইভনিয়া ২৭এমআইএন৩২০০জেডএ: এটি একটি ২৭ ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটর। মনিটরটিতে ১৯২০*১০৮০ বা এফএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ১৬৫ হার্জ রিফ্রেশ রেট, ১ মিলি সেকেন্ড এমপিআরটি ফাস্ট রেসপন্স টাইম এবং এএমডি প্রি-সিঙ্ক প্রিমিয়াম প্রযুক্তির সাথে এই মনিটরটিতে আরও দেওয়া হয়েছে স্মার্ট ইমেজ, লো ইনপুট ল্যাগ, আল্ট্রা-ওয়াইড ডিসপ্লে কালার গ্যামুট এবং স্মার্ট এরগো স্ট্যান্ড, ৫ ওয়াট * ২ বিল্ট ইন স্পীকার আর ইনপুট পোর্ট হিসাবে রয়েছে দুইটি এইচডিএমআই ও একটি ডিসপ্লে পোর্ট।

ইভনিয়া ২৪এমআইএন৩২০০জেডএ: মনিটরটিতে ২৪ ইঞ্চির আইপিএস প্যানেল এর এফএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ গেমিং এর জন্য এতে আছে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম ও এনভিডিয়া জি সিঙ্ক কম্পাটিবিলিটি। ১৬৫ হার্জ রিফ্রেশ রেট ও ১ মিলি সেকেন্ড এমপিআরটি ফাস্ট রেসপন্স টাইম। ইনপুট পোর্ট হিসাবে দেওয়া হয়েছে দুইটি এইচডিএমআই ও একটি ডিসপ্লে পোর্ট। এছাড়াও বিল্ট ইন স্পিকারসহ স্মার্ট এরগো স্ট্যান্ড ফিচার রয়েছে।

ক্রিয়েটর সিরিজ ২৭ই২এফ৭৯০১: ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্স, ভিডিও এডিটিং সহ প্রফেশনাল কাজের জন্য এতে রয়েছে ২৭ ইঞ্চি আইপিএস ব্ল্যাক প্রযুক্তির প্যানেল। ৪ দিকে বেজেল ছাড়া মনিটরটি প্রিমিয়াম বিল্ট- কোয়ালিটির ও স্টাইলিশ মডার্ন ক্রাফটেড ডিজাইনের। ফোরকে আল্ট্রা-ওয়াইড রেজোলিউশন, প্রো-কালার স্ট্যান্ডার্ড, ডিসিআই-পি৩ ৯৮%, কালার গ্যামুটঃ এসআরজিবি ১০০%, আরইসি ৭০৯:১০০%, এনটিএসসি ১১০.৫%, অ্যাডোব আরজিবি ১০৮.৬% ছাড়াও এতে রয়েছে এইচডিআর ৪০০ সার্টিফিকেশান। হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য রয়েছে ইউএসবি ৩.২, ইউএসবি-সি পোর্ট। সাথে আছে মাল্টি ভিউ কেভিএম সুইচ প্রযুক্তি যা মনিটরটিতে কিবোর্ড-মাউস সংযোগসহ দুইটি কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম। মাল্টিভিউ, আই কেয়ার, স্মার্ট এরগো স্ট্যান্ড, ইউএসবি হাব এর মতো ফিচার সমূহ মনিটরটিকে করে তুলেছে অনন্য।

ফিলিপস এর সকল মনিটরের সাথে থাকছে ৩ বছরের ব্রান্ড ওয়ারেন্টি।



আর্কাইভ

টফি’তে ভারত-বাংলাদেশ সিরিজ
ভিভো-জাইসের গ্লোবাল ইমেজিং পার্টনারশিপ
বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে
জুলাই-আগস্টের শহিদদের প্রতি বাক্কোর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা
আইসিটি সচিবের সাথে সাক্ষাৎ করলেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম
রবি এলিট গ্রাহকদের জন্য হোটেল এক্স-এ বিশেষ ছাড়
বিক্রয় ডট কমের ১২ বছর পূর্তি
আইএফএ ২০২৪ প্রদর্শনীতে অনারের চমক
বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে কাজ করবে ডিআইআইটি শিক্ষার্থীর অ্যাপ ‘বাজারদর’
থ্রিডি কার্ভড ডিসপ্লের নতুন স্মার্টফোন আনছে ইনফিনিক্স