সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ২০, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অগমেডিক্সকে কানেকটিভিটি সলিউশন দেবে অ্যাকজেনটেক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অগমেডিক্সকে কানেকটিভিটি সলিউশন দেবে অ্যাকজেনটেক
৮০ বার পঠিত
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগমেডিক্সকে কানেকটিভিটি সলিউশন দেবে অ্যাকজেনটেক

---যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্সের আরো উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদান নিশ্চিত করতে করপোরেট কানেকটিভিটি সলিউশন সরবরাহ করবে স্মার্ট সলিউশন সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাকজেনটেক। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন অ্যাকজেনটেক এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) আদিল হোসেন নোবেল ও অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান।

২০১২ সালে বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিল ও সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যানের নেতৃত্বে যাত্রা শুরু করে অগমেডিক্স। অগমেডিক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী চিকিৎসকেরা বিশ্বের যেকোনো দেশের রোগী দেখতে পারেন। এজন্য চিকিৎসকেরা ব্যবহার করেন গুগল গ্লাস। রোগী ও চিকিৎসকের কথোপকথনে সাহায্য করেন একজন সহকারী, যাকে বলা হয় স্ক্রাইব। রোগীর তথ্য সরবরাহ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার দায়িত্ব থাকে স্ক্রাইবের। অগমেডিক্স বাংলাদেশ এরই মধ্যে দক্ষ তরুণ তরুনীদের স্ক্রাইব হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

অ্যাকজেনটেক এর এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, ‘আমাদের ইন-বিল্ডিং সলিউশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেবে সর্বোত্তম সংযোগ এবং আস্থার নিশ্চয়তা। অগমেডিক্সকে তাদের উদ্ভাবনী স্বাস্থ্যসেবা সমাধান প্রদানের মিশনে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’

অগমেডিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান বলেন, ‘অ্যাকজেনটেক-এর সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সেবা আমাদের করপোরেট সংযোগ কাঠামোর ভিত্তি স্থাপন করবে। এই সহযোগিতা আমাদের কর্মীদের জন্য নির্ভরযোগ্য ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে, যার ফলে তারা আরও কার্যকরী স্বাস্থ্যসেবা প্রদানে মনোনিবেশ করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকজেনটেক-এর করপোরেট বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার খন্দকার মোসাব্বের হোসেন ও অ্যাকাউন্ট ম্যানেজার আজরিন হাকিম। অগমেডিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব পিপল জাভেদ পারভেজ, ম্যানেজার আহসান উল আলম সৈয়দ, মার্কেটিং ম্যানেজার তানিম গফুর, সিনিয়র ম্যানেজার সামিনা মুস্তারিন প্রজেক্ট ম্যানেজার সামিরা জহির চৌধুরী ও প্রজেক্ট কো অর্ডিনেটর লামিয়া মোস্তফা।



আর্কাইভ

টফি’তে ভারত-বাংলাদেশ সিরিজ
ভিভো-জাইসের গ্লোবাল ইমেজিং পার্টনারশিপ
বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে
জুলাই-আগস্টের শহিদদের প্রতি বাক্কোর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা
আইসিটি সচিবের সাথে সাক্ষাৎ করলেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম
রবি এলিট গ্রাহকদের জন্য হোটেল এক্স-এ বিশেষ ছাড়
বিক্রয় ডট কমের ১২ বছর পূর্তি
আইএফএ ২০২৪ প্রদর্শনীতে অনারের চমক
বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে কাজ করবে ডিআইআইটি শিক্ষার্থীর অ্যাপ ‘বাজারদর’
থ্রিডি কার্ভড ডিসপ্লের নতুন স্মার্টফোন আনছে ইনফিনিক্স