সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৮ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » মাইক্রোসফটের ১৫তম অফিস সংস্করণটি বাজারে আসছে
প্রথম পাতা » আইসিটি আপডেট » মাইক্রোসফটের ১৫তম অফিস সংস্করণটি বাজারে আসছে
৭৩৯ বার পঠিত
বুধবার ● ১৮ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইক্রোসফটের ১৫তম অফিস সংস্করণটি বাজারে আসছে

 মাইক্রোসফটের ১৫তম অফিস সংস্করণটি বাজারে আসছে

ট্যাবলেট কম্পিউটার ও টাচস্ক্রিন ডিভাইসের জন্য মাইক্রোসফট করপোরেশন অফিসের নতুন সংস্করণ এনেছে। এক সম্মেলনে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার এটি উন্মোচন করেন। খবর রয়টার্সের।
মাইক্রোসফটের ১৫তম অফিস সংস্করণটি বাজারে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছেন বালমার। তিনি জানান, এটি ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেও ব্যবহার করা যাবে। উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেমের জন্য সংস্করণটির নকশা করা হয়েছে।
অ্যাপল ও গুগল অফিসের কাজে যখন জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে, তখনই মাইক্রোসফট অফিসের সর্বশেষ সংস্করণ বাজারে এল। গুগলের অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেট কম্পিউটার এবং অ্যাপল আইপ্যাডের জন্য অফিসের সংস্করণ চালু করার পরিকল্পনার বিষয়ে বালমার কিছু বলেনি। এ ছাড়া মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ৮ নিয়ে স্টিভ বালমার বেশ আশাবাদী। তার কাছে বছরটি অনেকটা ১৯৯৫ সালের মতো। সে বছরই উইন্ডোজ ৯৫ বাজারে আসে এবং ক্রেতাদের মন জয় করতে সক্ষম হয়।
উদ্বোধন উপলক্ষে বালমার বলেন, ‘আমরা আজ যেটি প্রদর্শন করছি, তা ট্যাবলেট কম্পিউটারের জন্য কেবল শুরু। এটা মাইক্রোসফটের অফিস সংস্করণগুলোর মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প।’
মাইক্রোসফট অফিস প্রতিষ্ঠানটির সবচেয়ে লাভজনক সফটওয়্যার আর উইন্ডোজ সবচেয়ে বড় কম্পিউটিং প্লাটফর্মগুলোর অন্যতম। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং অফিসের অন্য সফটওয়্যারের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি। পিসির বাজারে সাফল্য অর্জনে মাইক্রোসফট অদ্বিতীয় হলেও স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে অনেক দেরিতে প্রবেশ করেছে মাইক্রোসফট। তাই এ বাজারে এখনো অনেকটা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সর্বশেষ অফিস সংস্করণ ছিল অফিস ২০১০। সে সময় প্রথমবারের মতো অনলাইনে অফিসের সফটওয়্যার বিক্রি শুরু করেছিল মাইক্রোসফট। ট্যাবলেট ও উইন্ডোজ৮-এর জন্য নতুন অফিস সংস্করণ, যা অফিস১৫ নামে ডাকা হচ্ছে; তা আগামী বছরের শুরু থেকে সবখানে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
নতুন অফিসে ক্লাউড কম্পিউটারের সুবিধা দেয়ার মাধ্যমে মাইক্রোসফট এর সেবাদানের পরিধিও এক ধাপ বাড়িয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে একজন ব্যবহারকারী তার তথ্য ইন্টারনেটে জমা রাখতে পারেন এবং যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ইন্টারনেট সংযোগচালিত ডিভাইসের মাধ্যমে সেটিতে প্রবেশ করতে পারেন।
এ বিষয়ে স্টিভ বালমার বলেন, ‘আমাদের নতুন অফিস সংস্করণ ক্লাউড কম্পিউটিংয়ের ওপর বেশি প্রাধান্য দিচ্ছে।’
এ বছরটি নিয়ে অনেক আশা করছে মাইক্রোসফট। নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, নতুন অফিস সংস্করণ ও ট্যাবলেটের জন্য নতুন অপারেটিং সিস্টেম এনেছে রেডমন্ডভিত্তিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।



২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ