রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি
বাজারে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি
ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোন এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। দেশের যেকোনো ওয়ানপ্লাস স্টোর থেকে ক্রয়ের পাশাপাশি দারাজ, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও ডলবেয়ার থেকে অনলাইনে ডিভাইসটি অর্ডার দেয়ার সুযোগ রয়েছে।
অ্যাকুয়া টাচ সহ ১২০ হার্জ সুপার-ব্রাইট ২,১০০ নিটস অ্যামোলেড ডিসপ্লে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ওআইএস সহ সনি লিটিয়া ৬০০ ক্যামেরার ফিচার সমৃদ্ধ ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনটি ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।