বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন
ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন
ড্যাফোডিল ফ্যামিলির কর্পোরেট কার্যালয়ে গত ১ লা জুলাই ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন করা হয়। ড্যাফোডিল পরিবারের সকল প্রতিষ্ঠানের পণ্য এবং তাদের সেবার পরিসর বৃদ্ধি করার জন্য ড্যাফোডিল রেসপন্স সেন্টার (১৬৬০২) নামে একটি কল সেন্টারের কার্যক্রম চালু করা হয়। প্রাথমিকভাবে ড্যাফোডিল পরিবারের সকল প্রতিষ্ঠানে এটি কল সেন্টার সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তীতে বিপিও মার্কেট তথা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কল সেন্টারের সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে।
ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্টার ড. নাদির বিন আলী, ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারীসহ ড্যাফোডিল পরিবার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।