সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ২০, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চালডাল ও সক্রিয় টেকনোলজিসে বিনিয়োগ করেছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চালডাল ও সক্রিয় টেকনোলজিসে বিনিয়োগ করেছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল
২৭৪ বার পঠিত
বুধবার ● ২৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালডাল ও সক্রিয় টেকনোলজিসে বিনিয়োগ করেছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল

---বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল (বিভিসিএল), চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিভিসিএল চেয়ারপার্সন ড. মোঃ সবুর খান এ সময় তার বক্তব্যে বলেন এটি উদ্যোক্তাদের বেড়ে উঠায় বিভিসিএল ও ড্যাফোডিল পরিবারের প্রতিশ্রুতির একটি উদাহরন।

চালডাল.কমব াংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল বর্তমানে ঢাকা, চট্টগ্রাম এবং যশোরের ২৫ লাখেরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে।

সক্রিয় টেকনোলজিস লিমিটেড একটি স্যাস প্ল্যাটফর্ম, যা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস)। সক্রিয় হল একটি স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম যা রিটেল চ্যানেল ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। সক্রিয়’র ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ৪০টিরও বেশি ক্লায়েন্ট রয়েছে। গত ১২ মাসে, সক্রিয়’র (ডিএমএস) ব্যবহার করে, ক্লায়েন্টরা ১.৪৩ কোটি আউটলেট পরিদর্শন করেছে এবং ৮৬ লাখের বেশি ইনভয়েস তৈরি করেছে, যার মূল্য ২,৭৩৮ কোটি টাকার বেশি।

একই সাথে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ‘ফাউন্ডারস ইনসাইট’ শীর্ষক একটি ইভেন্ট আয়োজন করে, যেখানে স্টার্টআপ প্রতিষ্ঠাতারা তাদের উদ্যোক্তা জীবন, সমস্যা ও তহবিল উত্তোলন বিষয়ক অভিজ্ঞতা বর্ননা করেন। অনুষ্ঠানটি গত ২৫ জুন ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন ড. মো. সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ফ্যামিলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড; ওয়াসিম আলিম, প্রতিষ্ঠাতা ও সিইও, চালডাল লিমিটেড; রাইসুল কবির, প্রতিষ্ঠাতা ও সিইও, ব্রেইনস্টেশন ২৩ পিএলসি এবং মো. মুবির মাহবুব চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিইও, সক্রিয় টেকনোলজিস লিমিটেড।



আর্কাইভ

টফি’তে ভারত-বাংলাদেশ সিরিজ
ভিভো-জাইসের গ্লোবাল ইমেজিং পার্টনারশিপ
বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে
জুলাই-আগস্টের শহিদদের প্রতি বাক্কোর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা
আইসিটি সচিবের সাথে সাক্ষাৎ করলেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম
রবি এলিট গ্রাহকদের জন্য হোটেল এক্স-এ বিশেষ ছাড়
বিক্রয় ডট কমের ১২ বছর পূর্তি
আইএফএ ২০২৪ প্রদর্শনীতে অনারের চমক
বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে কাজ করবে ডিআইআইটি শিক্ষার্থীর অ্যাপ ‘বাজারদর’
থ্রিডি কার্ভড ডিসপ্লের নতুন স্মার্টফোন আনছে ইনফিনিক্স