সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এমএসএনবিসির ওয়েবসাইট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মাইক্রোসফট
প্রথম পাতা » আইসিটি আপডেট » এমএসএনবিসির ওয়েবসাইট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মাইক্রোসফট
৬২৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমএসএনবিসির ওয়েবসাইট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মাইক্রোসফট

এমএসএনবিসির ওয়েবসাইট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মাইক্রোসফট

এনবিসির সঙ্গে মাইক্রোসফট ১৬ বছর আগে গড়ে তুলেছিল সংবাদভিত্তিক ওয়েবসাইট এমএসএনবিসি ডটকম। গত রোববার এ ওয়েবসাইট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মাইক্রোসফট। ফলে এমএসএনবিসির নতুন নাম হয়েছে এনবিসিনিউজ ডটকম। এ ছাড়া মাইক্রোসফটও এখন নিজস্ব সংবাদভিত্তিক ওয়েবসাইট গড়ে তুলতে পারবে। খবর এবিসি নিউজের।
গত রোববার দুই প্রতিষ্ঠান এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। এখন থেকে এনবিসি নিউজের পূর্ণ মালিকানা থাকবে কমকাস্ট করপোরেশনের অধীনে। ২০০৫ সাল থেকেই বার্তা সংস্থাটি থেকে নিজেদের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল মাইক্রোসফট।
বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে এমএসএনবিসির ৫০ শতাংশ স্বত্ব কিনে নিয়েছে এনবিসি। অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। এ ছাড়া রোববার বিকাল থেকে যারা এমএসএনবিসি ডটকমে প্রবেশ করেছেন, তাদেরকে সরাসরি এনবিসিনিউজ ডটকমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কেবল নামই নয়, নতুন চুক্তি অনুযায়ী বার্তা সংস্থাটির সদর দফতরও স্থানান্তর করা হয়েছে। ওয়াশিংটনের রেডমন্ড থেকে এটির সদর দফতর এখন নিউইয়র্কে নেয়া হয়েছে।
দুই প্রতিষ্ঠানের চুক্তি ভাঙার কারণ সম্পর্কে এবিসি জানায়, অনলাইনে নিজেদের আধিপত্য আরও বিস্তারের লক্ষ্যেই দুটি প্রতিষ্ঠান আলাদা হয়ে গেল। বিশেষ করে এনবিসির সঙ্গে চুক্তির কারণে কিছু ক্ষেত্রে মাইক্রোসফট ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এনবিসির সঙ্গে মাইক্রোসফটের আগের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি এর ওয়েবসাইটগুলোয় এমএসএনবিসির সংবাদগুলো দেখাতে বাধ্য থাকত। এ ছাড়া এমএসএনবিসির প্রতিদ্বন্দ্বী ফক্স নিউজ চ্যানেলের সংবাদগুলো দেখাতে পারত না মাইক্রোসফট।
এ বিষয়ে মাইক্রোসফটের এমএসএন ডটকমের প্রধান বব ভিসে বলেন, ‘এমএসএনবিসিতে সব ধরনের তথ্য দেয়া যেত না। এ কারণে আমরা বিভিন্ন দৃষ্টিকোণের সংবাদ পরিবেশন করতে পারতাম না।’
এনবিসির সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ায় মাইক্রোসফট এখন নিজেরাই সংবাদ ওয়েবসাইট তৈরি করতে পারবে। এ সম্পর্কে ভিসে জানান, কয়েক মাসের মধ্যেই নতুন ওয়েবসাইট তৈরি করা হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
নতুন করে ওয়েবসাইট চালু করলেও মাইক্রোসফট আগামী দুই বছর এনবিসির সংবাদগুলো তাদের ওয়েবসাইটে প্রদর্শন করবে।
এনবিসি জানিয়েছে, এ চুক্তি ভেঙে যাওয়ার ফলে এনবিসি নিউজ নতুন অনেক সহযোগী পাবে। মাইক্রোসফট থাকার কারণে যারা এত দিন এনবিসির সঙ্গে কাজ করতে পারেনি, তারা এ সুযোগ নেবে।
এনবিসি নিউজের প্রধান ভিভিয়ান শিলার বলেন, ‘আলোচনার ভিত্তিতেই আমরা ভিন্ন রাস্তা বেছে নিয়েছি। আমি মনে করি, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা আরও সামনে এগিয়ে যাব।’
সংবাদ সংগ্রহের জন্য এত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের চতুর্থ জনপ্রিয় ওয়েবসাইট ছিল এমএনবিসি ডটকম। গত জুনে সাইটটিতে প্রবেশ করেছিল ৫ কোটি মানুষ, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। কমস্কোরের এক গবেষণা থেকে এ তথ্য জানা যায়।



২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ