সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদুল আজহা উপলক্ষে অপো’র বিশেষ অফার
ঈদুল আজহা উপলক্ষে অপো’র বিশেষ অফার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অপো’র বিশেষ অফারের আওতায় নতুন অপো ফোনের মোড়ক খুললেই গ্রাহকের জন্য থাকছে বিভিন্ন চমক। ঈদ পর্যন্ত নির্ধারিত অপো ডিভাইস কিনে গ্রাহকরা অনলাইন লটারির মাধ্যমে মেগা গিফট জেতার সুযোগ পাবেন। এই সুযোগ সদ্য বাজারে আসা এ১৮ ও এ৬০ এবং জনপ্রিয় এ৩৮ ও এ৫৮ কিনলে পাওয়া যাবে।
এই অফারে পুরস্কার হিসাবে রয়েছে হোম অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর, ৪কে টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি। সবকিছুই পাওয়া যাবে অনলাইন লটারির মাধ্যমে। এছাড়াও উপহারের মধ্যে আরও রয়েছে অপো ছাতা, ফ্যান জার্সি ও ইন্টারনেট ডেটা।
অনলাইন লটারিতে অংশগ্রহণের জন্য গ্রাহকদের এই পোর্টালে (https://oppobangladesh.com/Eid-Al-Adha-lottery-camp/) ভিজিট করে সাধারণ কিছু তথ্য প্রদান করতে হবে। এই বিষয়ে অনুমোদিত অপো রিটেইল শপের কর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। এছাড়া অনলাইনেও লটারিতে অংশগ্রহণের সহজ নির্দেশাবলী রয়েছে।
ঈদুল আজহা ক্যাম্পেইন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে অফিসিয়াল অপো বাংলাদেশ ফেসবুক পেজে (https://www.facebook.com/OPPOBangladesh)। সংবাদ বিজ্ঞপ্তি।