রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে ক্যামন ৩০ সিরিজ
বাংলাদেশের বাজারে ক্যামন ৩০ সিরিজ
স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ক্যামন ৩০ সিরিজ। সম্প্রতি উন্মোচন করা হয়েছে এই সিরিজের নতুন দু’টি ফোন- ক্যামন ৩০ এবং ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি। ক্যামন ৩০ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে এবং ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৭০ ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সাথে ডুয়াল ফ্ল্যাশ ক্যামেরা সেটআপ।
বাজারে ক্যামন ৩০ তিনটি রঙে এসেছে- আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনিসল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন, সাথে আছে দু’টি আলাদা ভ্যারিয়েন্ট। ২৫৬ জিবি রম ও ১৬ জিবি র্যাম(৮ জিবি র্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ২৫৬ জিবি রম ও ২৪ জিবি র্যাম (১২ জিবি র্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
এই ফোনের পাশাপাশি বাজারে এসেছে ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি। এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা (৫০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চি ওআইএস + ৫০ মেগাপিক্সেল ৩এক্স + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড) সেটআপ। ডিভাইসটিতে আরও আছে ৩০ এফপিএস ফুল-সিনএআই-এনআরএইচডিআর ভিডিও সুবিধা। দুরের ছবি ক্যাপচার করার জন্য রয়েছে ৬০এক্স পর্যন্ত হাইপার জুম। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল অটো আই ফোকাস ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট ফাইভজি প্রসেসর এবং ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। এতে আছে ৭০ ওয়াট আল্ট্রা চার্জ (৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি), ৬.৭৭ ইঞ্চি ১.৫কে + অ্যামোলেড ১২০ হার্জ এলটিপিও ডিসপ্লে। আল্পস স্নোয়ি সিলভার এবং হাওয়াই লাভা ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ডিভাইসটির (৫১২ জিবি রম + ১২ জিবি র্যাম) ভ্যারিয়েন্টটির দাম ৬৯,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।