রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আমার’পে সুপার অ্যাপের যাত্রা শুরু
আমার’পে সুপার অ্যাপের যাত্রা শুরু
অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান আমার’পে গত ১ জুন আনুষ্ঠানিকভাবে চালু করেছে ফিনটেক সুপার অ্যাপ ‘আমার’পে সুপার অ্যাপ’। গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন পূরণ এবং যেকোন মাধ্যম দিয়ে (কার্ড/মোবাইল ব্যাংকিং) অর্থ প্রদান পদ্ধতিকে সহজ করার জন্য এই সুপার অ্যাপ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনের বেসিস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আমার’পে এর পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি. আহমেদে বলেন, আমার’পে সুপার অ্যাপ বাংলাদেশের মানুষের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে, যা আমাদের ও সরকারের লক্ষ্যের সাথেও সঙ্গতিপূর্ণ। অ্যাপটি বাংলাদেশে অনলাইন পেমেন্টের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে।
অনুষ্ঠানে আমার পে-এর ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারওয়ার বলেন, এই সুপার অ্যাপের লক্ষ্য ব্যবহারকারীদের সুবিধাজনক ভাবে সর্বত্র পেমেন্ট সমাধান প্রদান করা। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় সব ধরনের সেবা পাবে যেমন- বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, ক্রেডিট কার্ড বিল প্রদান, ট্রাভেল বুকিং সহ আরও অনেক কিছু। একই সাথে গ্রাহকদেরকে বিভিন্ন ক্যাম্পেইন, ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্ট সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এমটিবি’র হেড অফ ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেইন, মাস্টারকার্ড থেকে জুবায়ের হোসেন, আমার’পে এর সিটিও এন্ড ডিরেক্টর ইমতিয়াজ বিন গিয়াস, প্রডাক্ট ম্যানেজার আশিকুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।