বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ এর অফলাইন পর্ব
শুরু হচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ এর অফলাইন পর্ব
লাইফ সায়েন্স বিষয়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ১৬-১৯ মে ঢাকায় ম্যাসল্যাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ - অফলাইন পর্ব। চার দিনের এই কর্মশালায় শিক্ষার্থীরা হাতে কলমে লাইফ সায়েন্সের বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নিবে। পাশাপাশি তত্ত্বীয় বিষয়েও ক্লাস নেয়া হবে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানীগণ। প্রতিদিন ২টি করে মোট ৬টি সেশন অনুষ্ঠিত হবে। ১৯ মে দিনব্যাপী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্বিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ল্যাব পরিদর্শন করানো হবে। এখান থেকে বাছাইকৃত ১০ জন শিক্ষার্থীকে দেশের বিখ্যাত ল্যাবরেটরিগুলোতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
এর আগে গত ২৩ মার্চ ২০২৪ এ আয়োজিত হয় ‘স্কুল অব লাইফ ২০২৪ অনলাইন পর্ব’। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র ক্যাটাগরি এবং ১০ম থেকে ১২দশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র ক্যাটাগরিতে ভাগ করে ২৩-২৬ মার্চ অনুষ্ঠিত হয় এই অনলাইন কর্মশালা। চারদিন ব্যাপী আয়োজিত কর্মশালায় দুই ক্যাটাগরিতে মোট ১৬০ জন্য শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেখান থেকে বাছাইকৃত ২৫ জন শিক্ষার্থী নিয়ে ১৬- ১৯ মে, চার দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে অফলাইন কর্মশালা।
বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ আহমদ শামসুল ইসলামের নামে এ আয়োজনের নামকরণ করা হয়েছে ‘এ এস ইসলাম স্কুল অব লাইফ’। তিনি বাংলাদেশে প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির (বিএপিটিসিবি) প্রতিষ্ঠাতা। তিনি পাটের দুটি জাত ‘তোষা’ ও ‘দেশি’ এর মধ্যে সংকরায়ণ ঘটিয়েছেন। শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সরকারি সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
‘স্কুল অব লাইফ’যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট (জিএনওবিবি) ও মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (ম্যাসল্যাব)। কর্মশালাটির সহযোগিতায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্বিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।