বুধবার ● ১৫ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কোক স্টুডিও বাংলার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হয়েছে টিকটক। প্রথমবারের মতো কোক স্টুডিওর সাথে টিকটক এই পার্টনারশিপ করেছে। নতুন এই পার্টনারশিপের আওতায়, কোক স্টুডিও বাংলার বিহাইন্ড-দ্য-সিন এর ফুটেজ, শিল্পীদের সাক্ষাৎকার এবং অন্যান্য আকর্ষণীয় সব কনটেন্ট টিকটকে শেয়ার করা হবে বিশেষভাবে। যার মধ্য দিয়ে সঙ্গীত শিল্পী এবং দর্শকদের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে, একইসাথে ভক্তরা তাদের প্রিয় গানগুলোর সৃষ্টির পিছনের গল্পগুলো সম্পর্কে জানতে পারবে।
কোক স্টুডিও বাংলা ইতিমধ্যে ডিজিটাল এনগেজমেন্ট তুলে ধরতে সক্ষম হয়েছে উল্লেখযোগ্যভাবে। সিজনের শুরু থেকে তাদের টিকটক অ্যাকাউন্টটি ১ লাখের বেশি ফলোয়ার অর্জন করেছে। পাশাপাশি, টিকটক কোক স্টুডিও বাংলার জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজের সুবিধাও দিয়েছে।
এই পার্টনারশিপ সম্পর্কে টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অফ কনটেন্ট অপারেশন পূজা দত্ত বলেন, এই পার্টনারশিপ বাংলাদেশের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধশালী করবে এবং আকর্ষণীয় সব কনটেন্ট নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতিকেও তুলে ধরবে।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জু-উন নাহার বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, বৈচিত্রময় সঙ্গীত এবং মানুষের প্রতি কোকাকোলার ভালবাসাই কোক স্টুডিও বাংলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। টিকটকের মত সৃজনশীল একটি প্ল্যাটফর্ম আমাদের গানের গল্পগুলোকে তুলে ধরতে এবং একে আরও এগিয়ে নেয়ার জন্য একটি উপযুক্ত জায়গা। আমরা মনে করি, এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের কনটেন্টগুলো আরও নতুন এবং আকর্ষণীয় উপায়ে দর্শকদের কাছে পৌঁছাবে। সংবাদ বিজ্ঞপ্তি।