সোমবার ● ১৬ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইয়াহুর নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন পেয়েছে
ইয়াহুর নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন পেয়েছে
বিনিয়োগকারীরা ইয়াহুর নতুন পরিচালনা পর্ষদকে গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছেন। এ ছাড়া গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নতুন পরিকল্পনার অনুরোধ জানিয়েছেন তারা। খবর ইয়াহু নিউজের।
পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে এমন আটজন আছেন, যারা ছয় মাস আগে দায়িত্ব পেয়েছেন। ইয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা ও শীর্ষ বিনিয়োগকারীর অন্যতম ড্যানিয়েল লোয়েবও আছেন পরিচালনা পর্ষদে। রয়েছেন তার মনোনীত কয়েক সদস্যও।
ইয়াহুর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে হচ্ছেন, সে বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেয়া রস লেভিনসনেরই সিইও হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। বিনিয়োগকারীদের উদ্দেশে লেভিনসন বলেন, ‘গত বছর ইয়াহু পরিচালনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। ইয়াহুকে সামনের দিকে নেয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপগুলোর মধ্যে স্পটিফাইয়ের মতো অনলাইন মিউজিক সার্ভিস এবং গুরুত্বপূর্ণ টেলিভিশন ও রেডিও সার্ভিসের সঙ্গে অংশীদারিত্বও রয়েছে।’ ইয়াহু অফিসের কাছের একটি হোটেলে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি।
বক্তৃতায় শীর্ষস্থানীয় ডিজিটাল মিডিয়া কোম্পানি হওয়ার লক্ষ্যে ইয়াহুর প্রচেষ্টার কথা লেভিনসন তুললেও তার উত্তরে শেয়ারহোল্ডাররা সন্তুষ্ট হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিনিয়োগকারী বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ট্যাবলয়েড হওয়ার প্রচেষ্টা ধরে রাখার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ইয়াহুকে নিয়ে আমি কোনো আশাও করছি না।’
ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট থম্পসন অপসারিত হয়েছেন দুই মাসও হয়নি। জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। বিষয়টি নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনার শিকার হন তিনি।