রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে ইন্টেলিজেন্ট এর অফিস উদ্বোধন
বাংলাদেশে ইন্টেলিজেন্ট এর অফিস উদ্বোধন
হংকং ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলিজেন্ট টেকনোলজিস ট্রেডার্স লিমিটেড বাংলাদেশে তাদের লিয়াজো অফিস উদ্বোধন করেছে। গত ২৭ এপ্রিল বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহ-সভাপতি মোঃ রাশেদ আলী ভূঁঁইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিষ্ঠানটির কান্ট্রি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), এলিফ্যান্টরোড কম্পিউটার ব্যবসায়ী কল্যান সমিতি (ইসিএস), মতিঝিল কম্পিউটার সমিতি (এমসিএস) এর নেতৃবৃন্দ সহ ইন্টেলিজেন্ট এর বাংলাদেশ পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইন্টেলিজেন্ট টেকনোলজিস বাংলাদেশ এর কন্ট্রি হেড এ এস মোঃ মোস্তফা মনোয়ার সাগর বলেন, এখন অফিস উদ্বোধন করা হলেও গত প্রায় ৩ বছর ধরে বাংলাদেশে প্রযুক্তি পণ্য বাজারজাত করে আসছে ইন্টেলিজেন্ট টেকনোলজিস।
এর আগে একই দিন বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে লেনোভো ব্র্যান্ডের নতুন ৩টি এসএসডি উন্মোচন করেছে বাইউইন (ইওডওঘ)। সংবাদ সম্মেলনে বাইউইন দক্ষিণ এশিয়া ও আফ্রিকা অঞ্চলের কনজ্যুমার বিভাগের প্রধান রাজেশ খুরানা বলেন, বাইউইন বিশ্বের শীর্ষস্থানীয় ফ্ল্যাশ স্টোরেজ নির্মাতা প্রতিষ্ঠান। বাংলাদেশে আমরা ইন্টেলিজেন্ট টেকনোলজিসকে আমাদের পণ্যগুলো বাজারজাত করার জন্য মনোনীত করেছি। নতুন ৩টি এসএসডি হচ্ছে: লেনোভো এলএন৯৬০ এম.২, এলএন৮৬০ এম.২ এবং এলএস ৮০০ সাটা।
ইন্টেলিজেন্ট টেকনোলজিস বাংলাদেশ এর কন্ট্রি হেড এ এস মোঃ মোস্তফা মনোয়ার সাগর এ সময় বলেন, ইন্টেলিজেন্ট টেকনোলজিস দীর্ঘ ১০ বছরে ধরে হংকং, চীন, দুবাই এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হল নেতৃৃস্থানীয় অংশীদারদের সাথে নিয়ে পণ্য বিতরণের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা। বাইউইন এইচপি, এসার এবং লেনোভো স্টোরেজের একমাত্র অনুমোদিত নির্মাতা। ফলে ওই এসব পণ্যও পরিবেশকের মাধ্যমে আমরা বাংলাদেশে বাজারজাত করছি। সংবাদ বিজ্ঞপ্তি।