সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক ও হুয়াওয়ের মধ্যে চুক্তি
নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক ও হুয়াওয়ের মধ্যে চুক্তি
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি হুয়াওয়ে এর সাথে একটি দ্বিাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটির লক্ষ্য হলো কৌশলগত পারস্পারিক সহযোগিতা ও নেটওয়ার্ক অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে নেটওয়ার্কের মান বৃদ্ধি করা। চুক্তির অংশ হিসেবে হুয়াওয়ে তাদের প্রযুক্তি ও বিশেষ এলগরিদম ব্যবহার করে বাংলালিংকের ফোর-জি নেটওয়ার্ক কভারেজ ও সামগ্রিক সেবার মান বৃদ্ধি করবে।
বাংলালিংকের সিইও এরিক অস ও হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার সিটিও মা জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ টেকনোলজি এন্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের, চিফ লিগাল অফিসার এন্ড কোম্পানি সেক্রেটারি জহরত আদিব চৌধুরী, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ, প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ডিরেক্টর কে এম জাকারিয়া এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের সিবিএঞ্জি-এর সিইও হু ইউ, হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার সিটিও মা জিয়ান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।