বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » প্ল্যানেট ব্র্যান্ডের ২ মেগাপিক্সেল অয়্যারলেস কিউব আইপি ক্যামেরা
প্ল্যানেট ব্র্যান্ডের ২ মেগাপিক্সেল অয়্যারলেস কিউব আইপি ক্যামেরা
আফতাব আইটি লি. বাজারে নিয়ে এসেছে প্ল্যানেট ব্র্যান্ডের আইসিএ-এইচএম১০১ডব্লিউ মডেলের অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক অয়্যারলেস কিউব আইপি ক্যামেরা। অফিস বা বাসার নিরাপত্তা বলয়ের নজরদারির জন্য আদর্শ এই আইপি ক্যামেরাটিকে যে কোনো জায়গায় খুব সহজে ইনস্টল করে ইন্টারনেটে কাক্সিক্ষত জায়গার ছবি দেখা ও ভিডিও ধারণ করা যায়। এতে রয়েছে উচ্চ পারফরম্যান্সের বিল্ট-ইন ২ মেগাপিক্সেল সিমস সেন্সর যা অত্যন্ত মানসম্পন্ন ইউএক্সজিএ (১৬০০ বাই ১২০০) রেজ্যুলেশনের ছবি প্রদানে সক্ষম এবং এর মাধ্যমে এইচ.২৬৪/ এমজিপিইজি এবং এমপিইজি-৪ কমপ্রেশনের ভিডিও ধারণ করা যায়। এছাড়াও এতে রয়েছে ৫৬ ডিগ্রি হরাইজন্টাল ও ৪৩ ডিগ্রি ভার্টিকাল অ্যাঙ্গেল ভিউ, একই সঙ্গে ২০টি মাল্টি ইউজার প্রোফাইল সাপোর্ট, ১০টি জোন পর্যন্ত ইন্টেলিজেন্ট মোশন ডিটেকশন, রাতের বেলায় ১০ মিটার পর্যন্ত দেখার জন্য ১২টি এলইডি লাইট, বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার, আইট্রিপলই ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, থ্রিজি সেলুলার ফোন সমর্থনসহ প্রভৃতি অত্যাধুনিক ফিচার। আইপি ক্যামেরাটির দাম পড়বে দাম ১৮,০০০ টাকা। যোগাযোগ: ০১৬৭৮০০২৪০৩, ৯৩৩৫৩২৫।