বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল পেমেন্টের নতুন সংযোজন পাঠাও পে
ডিজিটাল পেমেন্টের নতুন সংযোজন পাঠাও পে
পাঠাও নিয়ে এলো ডিজিটাল ওয়ালেট সেবা ‘পাঠাও পে’। এতে ব্যবহারকারীদের জন্য থাকছে বেশ কিছু নতুন সুবিধা, যেমন-স্প্লিট পের মতো ফিচার, যা একাধিক ব্যবহারকারীদের নিজেদের মধ্যে বিলটি ভাগ করে পরিশোধ করার সুবিধা দিবে। এছাড়াও রয়েছে এটিওএম, যা ব্যবহারকারীদের পাঠাও পে ব্যবহার করে ওয়ালেটে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও সরাসরি সোর্স অব ফান্ড থেকে সেই সময়েই অর্থ পরিশোধ করার সুযোগ দিবে। ব্যবহারকারীগণ তাদের কার্ড, ব্যাংক ট্রান্সফার বা নগদের মাধ্যমে সহজে ফান্ড অ্যাড করতে পারবেন। ফান্ড জমা হলে, ইউজার তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড বা পার্টনার এটিএম-এ ক্যাশআউট অপশন থেকে ক্যাশ টাকা তুলতে পারবেন।
পাঠাও পে এর সফট লঞ্চ উপলক্ষ্যে ব্যবহারকারীদের থাকছে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। প্রত্যেক ব্যবহারকারী পাঠাও পে-এর মাধ্যমে পাঠাও সার্ভিসের জন্য পেমেন্ট করে পাবেন ৫৫০ টাকা পর্যন্ত, ৫০% ক্যাশব্যাক। পাঠাও ফুড-এর দুইটি অর্ডারে পাঠাও পে দিয়ে পেমেন্ট করে পাবেন সর্বোচ্চ ২৫০ টাকা ক্যাশব্যাক (প্রতি অর্ডারে ১২৫ টাকা পর্যন্ত)। একইভাবে, পাঠাও কার এর দুইটি রাইডে পাবেন সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক (প্রতি রাইডে ১০০টাকা পর্যন্ত), পাঠাও বাইক-এর দুইটি রাইডে পাবেন সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক (প্রতি রাইডে ৫০ টাকা পর্যন্ত)। ইউজার এই ক্যাশব্যাক পাবেন ক্রেডিট ট্রানজাকশন হওয়ার পরবর্তী কার্যদিবসে। সংবাদ বিজ্ঞপ্তি।