সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৬, ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৯ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা-গার্টনারের জরিপ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা-গার্টনারের জরিপ
৫৬৩ বার পঠিত
সোমবার ● ৯ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা-গার্টনারের জরিপ

ইন্টারনেটভিত্তিক নিত্যপ্রয়োজনীয় কাজ যেমন- ই-মেইল দেখা, অনলাইনে পত্রিকা পড়া, আবহাওয়ার খবর জানতে পিসি ছেড়ে ট্যাবলেট কম্পিউটারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে মানুষ। আরও সঠিকভাবে বলতে গেলে, মানুষের ব্যক্তিগত দৈনন্দিন কাজের অনুষঙ্গ হয়ে উঠছে ট্যাবলেট কম্পিউটার। এমন চিত্র ফুটে উঠেছে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক জরিপে। তবে মজার ব্যাপার হলো, ট্যাবলেট কম্পিউটার পুরুষরা নিজেদের জন্য কিনতে এবং নারীরা উপহার পেতে বেশি পছন্দ করে। খবর ইকোনমিক টাইমসের।
জরিপে দেখা যায়, ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে ৬৯ শতাংশ খবর ও ৬৩ শতাংশ আবহাওয়ার খবর পড়েন, ৮১ শতাংশ ই-মেইল চেক ও ৬২ শতাংশ সামাজিক সাইট ব্যবহার করেন এবং ৬০ শতাংশ গেম খেলেন।
গার্টনার ২০১১ সালের শেষ দিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় এ জরিপ চালায়। এ তিন দেশে ব্যক্তিগত কাজে ট্যাবলেট কম্পিউটার কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে এ জরিপ চালানো হয়। জরিপটি অনলাইনে পরিচালনা করা হয়। জরিপে িঅংশগ্রহণকারীদের বলা হয়, সাত দিনের মধ্যে প্রতিদিন তাদের ট্যাবলেট, সেলফোন ও পিসি কী পরিমাণ ও কীভাবে ব্যবহার করছেন, তা লিপিবদ্ধ করতে।
জরিপে দেখা যায়, ৫০ শতাংশের বেশি ট্যাবলেট ব্যবহারকারী খবরের কাগজের তুলনায় ট্যাবলেটের স্ক্রিনে খবর, পত্রিকা এবং বই পড়তে বেশি পছন্দ করেন।
গার্টনারের রিসার্চ টিমের ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিনা মিলানেসি বলেন, ট্যাবলেটের দ্রুত ব্যবহার বৃদ্ধি প্রমাণ করে, এখন কীভাবে গ্রাহকরা ইন্টারনেটে প্রবেশ করতে, বিভিন্ন কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পছন্দ করছেন।
গার্টনারে প্রধান গবেষক মিকি এসকেরিচ বলেন, ‘আমরা বিশ্বাস করি না ‘কাগজ ছাড়া বাড়ি’ কখনো বাস্তবে সম্ভব। তবে ‘কম কাগজের বাড়ি’ বর্তমান পরিস্থিতিতে একটি নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।’ জরিপে দেখা যায়, দিন দিন বাড়িতে পিসি ও সেলফোনের চেয়ে ট্যাবলেট ব্যবহার বাড়ছে। ৮৭ শতাংশ লিভিং রুমে, বেডরুমে ৬৫ এবং ৪৭ শতাংশ রান্নাঘরে ট্যাবলেট ব্যবহার করে। মানুষ ছুটির দিনে ট্যাবলেট ব্যবহার করতে বেশি পছন্দ করে বলে জানা যায়।
জরিপে উঠে আসে কেন পিসির তুলনায় এখন ট্যাবলেট জনপ্রিয় হয়ে উঠছে। পিসির তুলনায় ট্যাবলেটের আকার ছোট, ওজন কম এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় এর বিক্রি বাড়ছে। জরিপ থেকে আরও জানা যায়, ৪৫ শতাংশ ব্যবহারকারী অন্যের সঙ্গে নিজেদের ট্যাবলেট শেয়ার করতে পছন্দ করেন না। এর অর্থ সেলফোনের মতো মানুষ ট্যাবলেটকে একান্ত ব্যক্তিগত পণ্য হিসেবেই দেখছে।



প্রধান সংবাদ এর আরও খবর

মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’ দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু

আর্কাইভ

মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু