সোমবার ● ৯ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা-গার্টনারের জরিপ
বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা-গার্টনারের জরিপ
ইন্টারনেটভিত্তিক নিত্যপ্রয়োজনীয় কাজ যেমন- ই-মেইল দেখা, অনলাইনে পত্রিকা পড়া, আবহাওয়ার খবর জানতে পিসি ছেড়ে ট্যাবলেট কম্পিউটারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে মানুষ। আরও সঠিকভাবে বলতে গেলে, মানুষের ব্যক্তিগত দৈনন্দিন কাজের অনুষঙ্গ হয়ে উঠছে ট্যাবলেট কম্পিউটার। এমন চিত্র ফুটে উঠেছে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক জরিপে। তবে মজার ব্যাপার হলো, ট্যাবলেট কম্পিউটার পুরুষরা নিজেদের জন্য কিনতে এবং নারীরা উপহার পেতে বেশি পছন্দ করে। খবর ইকোনমিক টাইমসের।
জরিপে দেখা যায়, ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে ৬৯ শতাংশ খবর ও ৬৩ শতাংশ আবহাওয়ার খবর পড়েন, ৮১ শতাংশ ই-মেইল চেক ও ৬২ শতাংশ সামাজিক সাইট ব্যবহার করেন এবং ৬০ শতাংশ গেম খেলেন।
গার্টনার ২০১১ সালের শেষ দিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় এ জরিপ চালায়। এ তিন দেশে ব্যক্তিগত কাজে ট্যাবলেট কম্পিউটার কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে এ জরিপ চালানো হয়। জরিপটি অনলাইনে পরিচালনা করা হয়। জরিপে িঅংশগ্রহণকারীদের বলা হয়, সাত দিনের মধ্যে প্রতিদিন তাদের ট্যাবলেট, সেলফোন ও পিসি কী পরিমাণ ও কীভাবে ব্যবহার করছেন, তা লিপিবদ্ধ করতে।
জরিপে দেখা যায়, ৫০ শতাংশের বেশি ট্যাবলেট ব্যবহারকারী খবরের কাগজের তুলনায় ট্যাবলেটের স্ক্রিনে খবর, পত্রিকা এবং বই পড়তে বেশি পছন্দ করেন।
গার্টনারের রিসার্চ টিমের ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিনা মিলানেসি বলেন, ট্যাবলেটের দ্রুত ব্যবহার বৃদ্ধি প্রমাণ করে, এখন কীভাবে গ্রাহকরা ইন্টারনেটে প্রবেশ করতে, বিভিন্ন কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পছন্দ করছেন।
গার্টনারে প্রধান গবেষক মিকি এসকেরিচ বলেন, ‘আমরা বিশ্বাস করি না ‘কাগজ ছাড়া বাড়ি’ কখনো বাস্তবে সম্ভব। তবে ‘কম কাগজের বাড়ি’ বর্তমান পরিস্থিতিতে একটি নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।’ জরিপে দেখা যায়, দিন দিন বাড়িতে পিসি ও সেলফোনের চেয়ে ট্যাবলেট ব্যবহার বাড়ছে। ৮৭ শতাংশ লিভিং রুমে, বেডরুমে ৬৫ এবং ৪৭ শতাংশ রান্নাঘরে ট্যাবলেট ব্যবহার করে। মানুষ ছুটির দিনে ট্যাবলেট ব্যবহার করতে বেশি পছন্দ করে বলে জানা যায়।
জরিপে উঠে আসে কেন পিসির তুলনায় এখন ট্যাবলেট জনপ্রিয় হয়ে উঠছে। পিসির তুলনায় ট্যাবলেটের আকার ছোট, ওজন কম এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় এর বিক্রি বাড়ছে। জরিপ থেকে আরও জানা যায়, ৪৫ শতাংশ ব্যবহারকারী অন্যের সঙ্গে নিজেদের ট্যাবলেট শেয়ার করতে পছন্দ করেন না। এর অর্থ সেলফোনের মতো মানুষ ট্যাবলেটকে একান্ত ব্যক্তিগত পণ্য হিসেবেই দেখছে।