সোমবার ● ৯ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাকরি খুঁজতে সহায়তা করবে ফেসবুক
চাকরি খুঁজতে সহায়তা করবে ফেসবুক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শিগগিরই চাকরিপ্রার্থীদের তথ্যসহায়তা দানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমানে এ-জাতীয় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে জোটবদ্ধ হয়ে নিজস্ব নিয়োগ সহায়ক সেবা শুরু করবে ফেসবুক।
সূত্রটি জানায়, নিয়োগে সহায়তাকারী প্রতিষ্ঠান ব্রাঞ্চআউট, জবভাইট ও ওয়ার্কফরল্যাবসের সঙ্গে অংশীদারি ভিত্তিতে কাজ করবে ফেসবুক। বিশ্লেষকরা জানিয়েছেন, পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন নিয়োগপ্রার্থী ও পেশাজীবীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিযোগিতা ধরে রাখতে ফেসবুকেরও এ ধরনের সেবা চালু করার সম্ভাবনা যথেষ্ট প্রবল। এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেসবুকের নিউজ ফিডে চাকরির তথ্য দেখানো হবে কি না, সেটিও জানা যায়নি।
ফেসবুকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু না হলেও এর মধ্যেই অনেক বড় বড় প্রতিষ্ঠান নিয়োগের জন্য ফেসবুকের সহায়তা নিয়েছে। তবে চাকরিপ্রার্থীদের জন্য বিশেষায়িতসেবা ফেসবুকে ভিন্ন মাত্রা যোগ করবে। সাম্প্রতিক বাজার মূল্যায়ন অনুযায়ী, নিয়োগ সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক মূল্য প্রায় ৪৩০ কোটি ডলার। অনেক প্রতিষ্ঠানই এ সেবা দিতে আগ্রহী।
চাকরিপ্রার্থীকে তথ্যসহায়তার দেয়ার নজির অবশ্য আরও আগেই রেখেছে ফেসবুক। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমটি যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ ও তিনটি সংস্থাকে সহায়তা করেছিল। তখন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৯ দশমিক ১ শতাংশ। বেকারত্ব কমাতে ফেসবুকে নিয়োগ-সংক্রান্ত সেবা চালু করা হয়। এ উদ্যোগের অংশ হিসেবে ফেসবুক ‘সোস্যাল জবস’ নামে পোর্টাল চালু করে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজ অ্যান্ড এমপ্লয়ার্স, ডিরেক্ট এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট ওয়ার্কফোর্স এজেন্সি এ অংশীদারদের সঙ্গে একত্র হয়ে কাজ করে।
ফেসবুকের নিয়োগ সহায়তাসেবা বেশ জনপ্রিয় হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। অনেক ব্যবহারকারীই এর ফলে লিংকডইনের তুলনায় ফেসবুককে এগিয়ে রাখবে। ফেসবুক সম্পর্কে অংশীদাররা বলেন, ফেসবুকের মাধ্যমে খবর দ্রুত ছড়ালেও এতে কোনো খরচ নেই বললেই চলে। বিশ্লেষকরা মনে করছেন, এ সেবায় ফেসবুকের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে লিংকডইন ও মনসটারডটকম।