সোমবার ● ৯ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উদ্ধোধন হলো অনলাইন মেগাস্টোর “একমাত্র ডট কম”
উদ্ধোধন হলো অনলাইন মেগাস্টোর “একমাত্র ডট কম”
সারাদেশের মানুষের কাছে গুনগত মানসম্পন্ন পণ্য বাজার মূল্যে পৌঁছে দেয়ার লক্ষে যাত্রা শুরু করলো বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেগাস্টোর “একমাত্র ডট কম” (www.akmatro.com)। গত শনিবার রাজধানীর কাকরাইেল অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউটশানে শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ষ্টোরটি উদ্বোধন করেন। অনুস্থানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পউটার সমিতির সভাপতি মোঃ ফ্যাইজুলাহ খান, ন্যাশনাল ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম শফিকুর রহমান, বাংলাদেশের টেলিকমিউনিকেশানস্ কোম্পানি লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবসারুল আলাম এবং বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর এর ডিরেক্টর জেনারেল মোঃ আশরাফ আলী।
“একমাত্র ডট কম” এর মাধ্যমে একজন উৎসাহী ক্রেতা ঘরে বসেই বিভিন্ন সামগ্রী কিনতে পারবে। পেমেন্ট অন ডেলিভারীর ও ব্যবস্থা থাকছে। শত ব্যস্ততার মাঝেও একজন মানুষ যাতে ঘরে বসেই তার বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বাজার মূল্যে পেতে পারে, এই লক্ষ্যেই “একমাত্র ডট কম” কাজ করে যাবে। “একমাত্র ডট কম” এর বেশীর ভাগ পণ্যেরই সাথে থাকছে ফ্রি বিক্রেয়োত্তর সেবা, যা এলাকাভেদে বিভিন্ন অনুমদিত সাপোর্ট সেন্টার থেকে সহজেই পাওয়া যাবে।
- বিজ্ঞপ্তি