রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উপকূলের মেয়েদের বিজ্ঞান শিক্ষা ও কর্মে আগ্রহী করার আয়োজন অবাক কুতূহলে
উপকূলের মেয়েদের বিজ্ঞান শিক্ষা ও কর্মে আগ্রহী করার আয়োজন অবাক কুতূহলে
বাংলাদেশের উপকূলের পিছিয়ে পড়া ৪০ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষকের অংশগ্রহণে ঢাকায় আয়োজিত হল বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তক স্থান পরিদর্শন মূলক আয়োজন অবাক কুতূহলে। গত ৮ ও ৯ মার্চ ২০২৪ ইং তারিখে দিনভর ঢাকার বিজ্ঞান, প্রযুক্তি ও আইসিটি বিষয়ক বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীরা।
বাংলাদেশের উপকূলের তিনটি দুর্যোগ প্রবণ এলাকা বাগেরহাটের রামপাল, খুলনার রূপসা ও সাতক্ষীরার তালা উপজেলা থেকে আগত এই শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে ‘অবাক কুতূহলে’ নামের এই আয়োজনটির উদ্যোক্তা বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অফ কোস্টাল এরিয়া (SISGCA) শীর্ষক প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপকূলের ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ মার্চ ঢাকায় এসে পৌঁছায়। ৮ ও ৯ তারিখ দুইটি বাসযোগে দুইদিনব্যাপী সংসদ ভবন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ঢাকা বিশ^বিদ্যালয় এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, দৈনিক সংবাদপত্র প্রথম আলো এবং আইসিটি প্রতিষ্ঠান ওলিও ও ব্রেইনস্টেশন ২৩ পরিদর্শন করে।
এর মধ্যে তাদের জন্য আয়োজিত একটি সেশনে শিক্ষার্থীদের সাথে গল্প করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, উইন ইনকর্পোরেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাশফিয়া আহমেদ এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।