বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত টেলিযোগাযোগ খাতের আন্তর্জাতিক প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪ (এমডাব্লিউসি) আসরে যোগ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ। “ফিউচার ফার্স্ট” থিম নিয়ে ২৬-২৯ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী এই মোবাইল কংগ্রেসের আয়োজক বিশে^র মোবাইল অপারেটরদের সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ)। এবারের আসরে ফাইভজি এন্ড বিয়ন্ড, কানেক্টিং এভরিথিং, হিউম্যানাইজিং এআই, ম্যানুফ্যাকচারিং ডিএক্স, গেইম চেঞ্জারস, আওয়ার ডিজিটাল ডিএনএন সহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।
কংগ্রেসে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং চায়না একাডেমি অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (সিএআইসিটি) এর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি ৫জি ও কৃত্তিম বুদ্ধিমত্তা সহ অন্যান্য উচ্চপ্রযুক্তি সম্পন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান সহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।