বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসির উদ্যোগে VoLTE মোবাইল হ্যান্ডসেট ও নেটওয়ার্ক অপটিমাইজেশন বিষয়ক কর্মশাালা
বিটিআরসির উদ্যোগে VoLTE মোবাইল হ্যান্ডসেট ও নেটওয়ার্ক অপটিমাইজেশন বিষয়ক কর্মশাালা
দেশের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি’র প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “VoLTE সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিটিআরসি চেয়ারম্যান এ সময় দেশের জনগণের কল্যানে কাজ করার জন্য মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরসহ খাত সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্যে স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেঃ জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল বলেন, ২০১৭ সালে বিটিআরসির তত্ত্বাবধানে দেশে মোবাইল ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল হ্যান্ডসেট প্রস্তুত করছে। যার মাধ্যমে দেশের চাহিদার শতকরা ৯৯ ভাগ হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। এর প্রেক্ষিতে এ শিল্পে দেশীয় বিনিয়োগ সহ সরাসরি বিদেশী বিনিয়োগও হয়েছে। তিনি আরো বলেন, বিটিআরসির যে স্পেকট্রাম রোডম্যাপ রয়েছে তার একটি প্রধান অনুষঙ্গ হলো, ২০২৯-২০৩০ সালের মধ্যে দেশ থেকে ২জি প্রযুক্তি যাতে পুরোপুরি বন্ধ করা যায়। ফলে ক্রমান্বয়ে ২জি ডিভাইসগুলো ৪জি সক্ষম ফোন দ্বারা প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের বিষয়টি বিবেচনা নিয়েই মূলত এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
কর্মমশালায় VoLTE এর গুরুত্ব ও সুযোগ, কারিগরী পদ্ধতি ও কার্যনীতি এবং কৌশল বাস্তবায়নের বিষয়ে বিশদ উপস্থাপনা করেন কমিশনের স্পেকট্রাম বিভাগের পরিচালক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ। কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ VoLTE অভিযোজনে সকল অপারেটরের সমান প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া, অদ্যাবধি যেসকল অপারেটর থ্রি-জি উপযোগী নেটওয়ার্ক বন্ধ করেনি, তারা শীঘ্রই তা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইন্ডাস্ট্রি-একাডেমীয়া, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি যেন সঠিক সময়ে গ্রাহকের নিকট পৌঁছায়- এ বিষয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) মহাসচিব লেঃ কর্নেল (অবঃ) মোহাম্মদ জুলফিকার, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব জাকারিয়া শাহীদ প্রমুখ।
কর্মশালায় বিটিআরসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধিবৃন্দ, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা/সংযোজনকারীও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এবং টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানসমূহ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভয়েস ওভার লং টার্ম ইভ্যালুয়েশন (VoLTE) হচ্ছে মোবাইল ফোনে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।