রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রধানমন্ত্রীর সাথে বিটিআরসি চেয়ারম্যান সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সাথে বিটিআরসি চেয়ারম্যান সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ। গত ৮ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে বিটিআরসি চেয়ারম্যান কমিশনের গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী টেকসই প্রযুক্তি নির্ভর এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসি’র চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে ২০১৯ সালের ৩০ মে ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে এবং ২০২২ সালের নভেম্বর থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।