বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে ৭ ফেব্রুয়ারি তার বাংলাদেশ সচিবালয়স্থ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তারা সৌদি টেলিকমের সাথে বিটিসিএল এর ভয়েজ কল বিনিময়ের পরিমান আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে সাবমেরিন ক্যাবল এর ব্যান্ডউইদথ রপ্তানির পরিমান বৃদ্ধি, সৌদি পোস্ট ও ডাক অধিদপ্তর যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পন্য রপ্তানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং ন্যানো প্রযুক্তি নিয়ে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, বাংলাদেশ থেকে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ এবং আইওটিসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পন্য রপ্তানি হচ্ছে।