বৃহস্পতিবার ● ৫ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » স্যামসাংয়ের আপিল নাকচ
স্যামসাংয়ের আপিল নাকচ
কিছুদিন আগে অ্যাপলের অভিযোগের পর যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি ট্যাব ১০.১ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞার পর আদালতে আপিল করে স্যামসাং। কিন্তু সে আপিলও বাতিল করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। খবর রয়টার্সের।
বিশ্লেষকরা জানান, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের বাজারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্যস্ত দুই শীর্ষ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং। যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবলেটের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে বাজার দখলের লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল অ্যাপল।
আপিল করার পর প্রত্যাখ্যাত হওয়ায় স্যামসাংয়ের মুখপাত্র রয়টার্সকে বলেন, স্যামসাং এ ব্যাপারে হতাশ, প্রতিষ্ঠানটি মনে করে এ রায়ের ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অত্যাধুনিক প্রযুক্তি থেকে বঞ্চিত হবেন।
আদালতের এ নিষেধাজ্ঞাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে নতুন করে আপিলের সুযোগ রয়েছে স্যামসাংয়ের। সম্ভাব্য অন্য সুযোগগুলোও কাজে লাগাবেন বলে জানান ওই মুখপাত্র। স্যামসাং এর মধ্যেই ওয়াশিংটনের ফেডারেল আদালতে আপিল করেছে। এ আদালত ইন্টেলেকচুয়াল প্রোপার্টি-সম্পর্কিত অনেক মামলা মীমাংসা করেছে। মামলার ব্যাপারে অ্যাপলের মুখপাত্র পুরনো মন্তব্যেরই পুনরাবৃত্তি করেন। অ্যাপলের মতে, স্যামসাং তাদের পণ্যে হুবহু অ্যাপলের নকল করে।
অ্যাপল মুখপাত্র বলেন, ‘এ ধরনের কপিরাইট লঙ্ঘন অবৈধ, আমরা একই কথা এর আগেও বলেছি; যখন কেউ অ্যাপলের পেটেন্ট লঙ্ঘন করে তা রক্ষা করা আমাদের দায়িত্ব।’