মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট
নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট
মোবাইল আর্থিক সেবা নগদ বাজরে নিয়ে এলো ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের অর্থ সবসময় কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিংয়ে রক্ষিত থাকে।
যে কোনো ব্যবসায়ী খুব সহজে নগদের নির্দিষ্ট একটি লিংকে (https://nagadislamic.com.bd/en/islamic-merchant-onboarding-form/) গিয়ে তথ্য প্রদান করে মার্চেন্ট হওয়ার আবেদন করতে পারবেন। তার তথ্য ও ট্রেড লাইসেন্স যাচাই করে নগদ কর্তৃপক্ষ অ্যাকাউন্ট প্রদান করবে। একটি ট্রেড লাইসেন্সের বিপরীতে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট করা যাবে।
নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে তাদের জাকাত ও সব দান-সদকা প্রদান করতে পারবেন। এছাড়া পবিত্র হজ¦ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে ইসলামিক জীবনবীমার পেমেন্টও করা সম্ভব। সংবাদ বিজ্ঞপ্তি।