রবিবার ● ২১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে কোয়ালিটি ফিডস
বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে কোয়ালিটি ফিডস
কর্মীদের বেতন বিতরণে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে পোল্ট্রি, মৎস্য এবং গবাদি পশুর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কোয়ালিটি ফিডস এর গ্রুপ করপোরেট এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মো. সাফির রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডস এর ফাইন্যান্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. বশির রহমান, বিকাশের হেড অব গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড সেলস মাসরুর চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।