বুধবার ● ৪ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আশুগঞ্জে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
আশুগঞ্জে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত এক সপ্তাহ ধরে টেলিযোগাযোগ (বিটিআরসি) ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিস, রেলস্টেশন, ফায়ার সার্ভিস, ১৮টি ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিপর্যস্ত অবস্থার কারণে উপজেলার ৫ শতাধিক গ্রাহক টেলিযোগাযোগ সেবা থেকে বঞ্চিত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে। জানা যায়, যান্ত্রিক ক্রটির কারণে গত এক সপ্তাহ ধরে আশুগঞ্জের টেলিযোগাযোগ সেবা বন্ধ রয়েছে। জেলা বিটিআরসি কার্যালয়ে ব্যাটারিতে ক্রটি দেখা দেওয়ার কারণে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। শুধু আশুগঞ্জে এ অবস্থা নয়। সমস্যা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কসবা উপজেলায়। যমুনা ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, গত ১ সপ্তাহ ধরে সেবা বন্ধ ধাকায় গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। আশুগঞ্জের এনএসআইর ফিল্ড অফিসার আব্দুল কুদ্দুস জানান, টেলিযোগাযোগ অবস্থা খারাপ থাকায় সপ্তাহ ধরে কোনো স্থানে কল করা যাচ্ছে না। এতে সরকারি গুরুত্বপূর্ণ কাজ করা যাচ্ছে না।